তারাপীঠে গর্ভগৃহে গিয়েই দেবীদর্শন, সাক্ষী থাকুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Sep 2020 01:16 PM (IST)
1
করোনা পরিস্থিতিতে এই প্রথম তারাপীঠে দেবীর দর্শন পাওয়া গেল গর্ভগৃহে প্রবেশ করে।
2
মন্দির খোলার পর থেকে বাইরে থেকেই চলছিল দর্শন। কেউ গর্ভগৃহে প্রবেশ করতে পারছিলেন না।
3
পুণ্যার্থীদের জন্য গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হলেও কড়া ভাবে মেনে চলতে হবে করোনা-বিধি। জানিয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
4
আজ সকাল থেকেই মন্দিরে পুজো দেওয়ার ভিড়। সামাজিক দূরত্ব-বিধি মেনেই পুজো দেন পুণ্যার্থীরা।
5
পুণ্যার্থীদের পাশাপাশি, সেবায়েতদেরও স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ।
6
তারাপীঠ মন্দিরে করোনা আবহে মন্দিরে পুজো দেওয়ার বিধির পাশাপাশি ভোগঘরেও এসেছে পরিবর্তন। অন্যান্য সময় যখন করোনা পরিস্থিতি ছিল না, তখন বেশি পরিমাণে ভোগ রান্না করা হত। আগে বসিয়ে ভোগ খাওয়ানো হত। কিন্তু করোনার জেরে সবেতেই এসেছে পরিবর্তন।
7