GoodBye 2021: দ্বিতীয় গুগল-দশে হোয়াটসঅ্যাপ, দেখে নিন ২০২১ সালে কোন ওয়েবসাইটের ভিজিটর ছিল বেশি
TikTok.com:ভারতে নিষিদ্ধ করা হয়েছে এই অ্যাপ। যদিও TikTok দাবি করেছে, মাসে ১ বিলিয়ন সক্রিয় ইউজার ছিল এই অ্যাপের। ByteDance এর মালিকানাধীন এই অ্যাপ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রচুর ট্রাফিক পাচ্ছে। এই তালিকায় প্রথমে রয়েছে টিকটক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGoogle.com:এটা সত্যিই আশ্চর্যের বিষয় যে এই তালিকার এক নম্বরে নেই গুগল। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দেখা ওয়েবসাইটের তকমা পেয়েছে এই সাইট।
Facebook.com: কোম্পানি হিসাবে নতুন করে ব্র্যান্ড করা হয়েছে ফেসবুককে। তবে ডোমেনের নাম সেই একই রয়ে গেছে। এই তালিকায় তিন নম্বরে রয়েছে ফেসবুক।
Microsoft: এই তালিকায় চার নম্বরে রয়েছে মাইক্রোসফ্টের নাম। মাইক্রোসফ্ট এর OneDrive, Xbox ও অন্যান্য সব পরিষেবা থেকে ট্রাফিক পেয়ে থাকে। চলতি বছরেও যার ব্যতিক্রম হয়নি।
Apple: এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে অ্যাপল। যা আইক্লাউড, অ্যাপ স্টোর ও অন্যান্য পরিষেবা থেকে ভিজিটর পেয়ে থাকে। তবে বলা যেতেই পারে এই ওয়েবসাইটে ভিড় থাকাটাই স্বাভাবিক।
Amazon:এখন অনেকেই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে অনলাইনে কেনাকাটা করেন। সেই কারণে ২০২১ সালের ষষ্ঠ সর্বাধিক দেখা ওয়েবসাইটের নাম অ্যামাজন।
Netflix: স্ট্রিমিং প্ল্যাটফর্মটি স্পষ্টতই অত্যন্ত জনপ্রিয় ও এই তালিকার সাত নম্বরে রয়েছে নেটফ্লিক্সের নাম।
YouTube: গুগল ইউটিউবের এই ভিডিও প্ল্যাটফর্মটি অষ্টম স্থানে রয়েছে। বিশ্বে অন্যতম জনপ্রিয় ওয়েবসাইটের নাম ইউটিউব।
Twitter: যখন অ্যাপের কথা আসে তখন ট্যুইটার ততটা কমন প্লাটফর্ম হিসাবে মানা হয় না। তবে এর ওয়েব সংস্করণটি খুব জনপ্রিয়। এই তালিকায় ৯ নম্বরে রয়েছে ট্যুইটার।
WhatsApp: মেটা-মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি বিশ্বের শীর্ষ ১০টি সর্বাধিক দেখা ওয়েবসাইটের তালিকায় রয়েছে। এই তালিকায় ১০ নম্বরে রয়েছে হোয়াটসঅ্যাপ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -