ভারতে আসছে 2022 Hyundai Tucson SUV, নিউ জেনারেশন ফ্ল্যাগশিপ এসইউভির ডিজাইন ও লুক দেখুন ছবিতে
হুন্ডাইয়ের নতুন এসইউভি লঞ্চ হতে চলেছে ভারতে।
1/10
হুন্ডাইয়ের নতুন ফ্ল্যাগশিপ এসইউভি Tucson আসছে ভারতে। সম্ভবত অগস্ট মাসে ভারতে লঞ্চ হবে হুন্ডাইয়ের এই নতুন এসইউভি। তার আগে দেখে নেওয়া যাক এই নিউ জেনারেশন ফ্ল্যাগশিপ এসইউভির কিছু বৈশিষ্ট্য।
2/10
শোনা যাচ্ছে, হুন্ডাই সংস্থার এই গাড়ির দাম প্রায় ২৫ লক্ষ টাকা হতে পারে। বেশ বড় আকার-আয়তনের হুইলবেস থাকতে চলেছে এই গাড়িতে।
3/10
নতুন ফ্ল্যাগশিপ এসইউভির ক্ষেত্রে হুন্ডাই সংস্থা লেটেস্ট হুন্ডাই ডিজাইন ল্যাঙ্গুয়েজ যুক্ত করেছে। ২০২২ হুন্ডাই Tucson এসইউভিতে থাকতে চলেছে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল। এর সঙ্গে থাকবে প্যারামেট্রিক গ্রিল।
4/10
গাড়ির ভিতরের কেবিনের ডিজাইনও যথেষ্ট আকর্ষণীয়। এখানে থাকছে একটি ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন। তার সঙ্গে বিভিন্ন কার টেকনোলজি যুক্ত থাকবে বলে শোনা গিয়েছে।
5/10
ইঞ্জিনের ক্ষেত্রেও রয়েছে চমক। হুন্ডাইয়ের নতুন এসইউভিতে থাকতে চলেছে একটি ২.০১ লিটারের পেট্রোল এবং একটি ২.০১ লিটারের ডিজেল ইঞ্জিন।
6/10
এই গাড়ির দুটো ইঞ্জিনেই থাকতে চলেছে অটোম্যাটিক গিয়ারবক্স। এর সঙ্গে থাকছে AWD/terrain মোড।
7/10
হুন্ডাইয়ের নতুন Tucson মডেলে থাকছে প্যানোর্যামিক সানরুফ, ভেন্টিলেটেড সিট, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, পুরোপুরি ডিজিটাল ডায়াল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, বোস কোম্পানির অডিও সিস্টেম ও আরও অনেক কিছু।
8/10
২০২২ হুন্ডাই Tucson ফ্ল্যাগশিপ এসইউভিতে থাকবে ADAS Level 3 ফিচার। এখনও এই গাড়ি লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এবং নিশ্চিত দাম এখনও জানা যায়নি।
9/10
শোনা গিয়েছে যে, হুন্ডাই সংস্থার আরও বিখ্যাত দু’টি গাড়ি ক্রেটা (Creata) এবং অ্যালকাজারের (Alcazar) উপরেই স্থান হবে নতুন Tucson এসইউভির।
10/10
গাড়ি বিশেষজ্ঞদের বেশিরভাগই মনে করছেন, লঞ্চের পর ভারতের বাজারে অন্যান্য অনেক গাড়ির সঙ্গেই জমিয়ে পাল্লা দেবে।
Published at : 13 Jul 2022 07:13 PM (IST)