ভারতে আসছে 2022 Hyundai Tucson SUV, নিউ জেনারেশন ফ্ল্যাগশিপ এসইউভির ডিজাইন ও লুক দেখুন ছবিতে
হুন্ডাইয়ের নতুন ফ্ল্যাগশিপ এসইউভি Tucson আসছে ভারতে। সম্ভবত অগস্ট মাসে ভারতে লঞ্চ হবে হুন্ডাইয়ের এই নতুন এসইউভি। তার আগে দেখে নেওয়া যাক এই নিউ জেনারেশন ফ্ল্যাগশিপ এসইউভির কিছু বৈশিষ্ট্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশোনা যাচ্ছে, হুন্ডাই সংস্থার এই গাড়ির দাম প্রায় ২৫ লক্ষ টাকা হতে পারে। বেশ বড় আকার-আয়তনের হুইলবেস থাকতে চলেছে এই গাড়িতে।
নতুন ফ্ল্যাগশিপ এসইউভির ক্ষেত্রে হুন্ডাই সংস্থা লেটেস্ট হুন্ডাই ডিজাইন ল্যাঙ্গুয়েজ যুক্ত করেছে। ২০২২ হুন্ডাই Tucson এসইউভিতে থাকতে চলেছে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল। এর সঙ্গে থাকবে প্যারামেট্রিক গ্রিল।
গাড়ির ভিতরের কেবিনের ডিজাইনও যথেষ্ট আকর্ষণীয়। এখানে থাকছে একটি ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন। তার সঙ্গে বিভিন্ন কার টেকনোলজি যুক্ত থাকবে বলে শোনা গিয়েছে।
ইঞ্জিনের ক্ষেত্রেও রয়েছে চমক। হুন্ডাইয়ের নতুন এসইউভিতে থাকতে চলেছে একটি ২.০১ লিটারের পেট্রোল এবং একটি ২.০১ লিটারের ডিজেল ইঞ্জিন।
এই গাড়ির দুটো ইঞ্জিনেই থাকতে চলেছে অটোম্যাটিক গিয়ারবক্স। এর সঙ্গে থাকছে AWD/terrain মোড।
হুন্ডাইয়ের নতুন Tucson মডেলে থাকছে প্যানোর্যামিক সানরুফ, ভেন্টিলেটেড সিট, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, পুরোপুরি ডিজিটাল ডায়াল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, বোস কোম্পানির অডিও সিস্টেম ও আরও অনেক কিছু।
২০২২ হুন্ডাই Tucson ফ্ল্যাগশিপ এসইউভিতে থাকবে ADAS Level 3 ফিচার। এখনও এই গাড়ি লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এবং নিশ্চিত দাম এখনও জানা যায়নি।
শোনা গিয়েছে যে, হুন্ডাই সংস্থার আরও বিখ্যাত দু’টি গাড়ি ক্রেটা (Creata) এবং অ্যালকাজারের (Alcazar) উপরেই স্থান হবে নতুন Tucson এসইউভির।
গাড়ি বিশেষজ্ঞদের বেশিরভাগই মনে করছেন, লঞ্চের পর ভারতের বাজারে অন্যান্য অনেক গাড়ির সঙ্গেই জমিয়ে পাল্লা দেবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -