2022 Maruti Suzuki Brezza: কেনার আগে দেখে নিন মারুতি সুজুকির নতুন Brezza গাড়ির খুঁটিনাটি ফিচার
মারুতি সুজুকির নতুন কমপ্যাক্ট এসইউভি 'Brezza 2022' লঞ্চ হল ভারতে। এই গাড়ির দাম ও ডিজাইন এবং অন্যান্য ফিচারগুলো দেখে নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমারুতি সুজুকির এই গাড়ির ভারতে দাম শুরু হচ্ছে ৭.৯৯ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে। মোট চারটি ভ্যারিয়েন্ট Lxi, Vxi, Zxi এবং Zxi+ লঞ্চ হয়েছে দেশে।
মারুতি সুজুকির এই নতুন মডেল ৩৯৯৫ মিলিমিটার লম্বা, ১৭৯০ কিলোমিটার চওড়া এবং ১৬৮৫ মিলিমিটার উঁচু। এর পাশাপাশি ২৫০০ মিলিমিটারের হুইলবেস রয়েছে Maruti Brezza 2022 গাড়িতে।
2022 Maruti Suzuki Brezza গাড়িতে স্টিয়ারিং হুইলের লুক এবং ডিজাইনেও এসেছে বদল। অনেকটা ব্যালেনো মডেলের মতো এই গাড়ির স্টিয়ারিং হুইল।
মারুতি সুজুকির নতুন গাড়িতে রয়েছে ৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। Smartplay Pro+ সাপোর্ট রয়েছে এই সিস্টেমের মধ্যে।
সেফটি ফিচার হিসেবে মারুতি সুজুকির এই নতুন গাড়িতে রয়েছে ৬টি এয়ারব্যাগ। এছাড়াও এই গাড়িতে রয়েছে একটি ইলেকট্রিক সানরুফ এবং ক্লাইমেট কন্ট্রোল ফিচার।
গাড়ির ভিতরের অংশের ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে। আগের তুলনায় এখনকার কেবিন ডিজাইন অনেক উন্নত ও আধুনিক। গুনমানেও এইসব ফিচার অনেক এগিয়ে রয়েছে।
সাইড বা পাশ থেকে দেখলে নতুন Brezza গাড়ি আগের মডেলের মতোই দেখতে লাগবে। তবে নতুন গাড়িতে আধুনিক কিছু প্রযুক্তি যুক্ত হয়েছে।
১.৫১ লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে 2022 Maruti Brezza কমপ্যাক্ট এসইউভি মডেলে। এর সঙ্গে রয়েছে একটি নতুন ৬ স্পিড অটোম্যাটিক টর্ক কনভার্টার।
বলা হচ্ছে, টাটা নেক্সন, হুন্ডাই ভেন্যু, কিয়া সনেট- এইসব গাড়ির সঙ্গে জোরদার পাল্লা দিতে পারে এই মারুতি সুজুকি ব্রেজা ২০২২ মডেল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -