50mp Camera Smartphone: ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনগুলিতে, জেনে নিন ফিচার ও দাম
Realme C35: এই স্মার্টফোনটিতে 4 GB র্যামের সঙ্গে 64GB ইন্টারনাল মেমরি রয়েছে। এতে পাবেন ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এতে 50 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 5000mAh ব্যাটারি। Flipkart-এ এর দাম 11999 টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppSamsung Galaxy F23 5G: 4 GB র্যামের সঙ্গে 128 GB ইন্টারনাল মেমরি রয়েছে এই ফোনে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা পাবেন ক্রেতা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 5000mAh ব্যাটারি। Flipkart-এ এর দাম 15999 টাকা।
Tecno Spark 8T:এই স্মার্টফোনে পাবেন 7 জিবি পর্যন্ত র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি। এতে AI সহ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 5000mAh ব্যাটারি। Amazon-এ এর দাম 9899 টাকা।
Redmi Note 11: এই ডিভাইসে 4 GB র্যামের সঙ্গে 64 GB ইন্টারনাল মেমরি দিয়েছে কোম্পানি। এতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে পাবেন 50 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 5000mAh ব্যাটারি। Flipkart-এ এর দাম 13438 টাকা।
Oppo A55:এই স্মার্টফোনে 4 GB পর্যন্ত RAM সহ 64 GB ইন্টারনাল মেমরি রয়েছে। এতে পাবেন ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এতে 50 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা দিয়েছে কোম্পানি। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 5000mAh ব্যাটারি। Amazon-এ এর দাম 14990 টাকা।
Vivo T1 5G: 4 GB র্যামের সঙ্গে 128 GB ইন্টারনাল মেমরি রয়েছে এই ফোনে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা দিয়েছে কোম্পানি। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 5000mAh ব্যাটারি। Flipkart-এ এর দাম 15990 টাকা।
Infinix Note 11: এই স্মার্টফোনটিতে 4 GB র্যামের সঙ্গে 64 GB ইন্টারনাল মেমরি রয়েছে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে পাবেন 50 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 5000mAh ব্যাটারি। Flipkart-এ এর দাম 10499 টাকা।
File Photo: বর্তমানে প্রাথমিক ক্যামেরার দিকে আগে নজর দেন ক্রেতারা। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে তাই বেশিরভাগ ফোনের প্রাইমারি ক্যামেরার পিক্সেল ডেনসিটি বাড়ানো থাকে।
ওপ্পো-ভিভোর ফোনে যেমন প্রাইমারির পাশাপাশি সেলফি ক্যামেরার দিকে বেশি নজর দেয় কোম্পানি। ফোনের ক্যামেরায় দেওয়া হয় বিভিন্ন মোড।
তবে অ্যাপল, স্যামসাঙের ফ্ল্যাগসিপ ডিভাইসে এখনও ১২ মেগাপিক্সেলের ক্যামেরাই ধরে রাখা হয়েছে। যেগুলি অবশ্য চিনা ফোনের থেকে অনেক বেশি দক্ষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -