Tips for Selling Old Phone:ফোন বিক্রি করলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, নাহলে দিতে হতে পারে খেসারত
লেটেস্ট ভার্সনের চাহিদায় অনেকেই খুব তাড়াতাড়ি পুরানো ফোন বিক্রি করে নতুন ফোন কেনেন। এমনটা করতে চাইলে কিছুটা সতর্কতা অবলম্বন করা দরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরানো ফোনে কোনও কোনও তথ্য থেকে গেলে তার মাশুলও দিতে হতে পারে। জেনে নেওয়া যাক, পুরানো ফোন বিক্রির সময় কোন, কোন বিষয় খেয়াল রাখতে হবে।
১. ফোনের ডেটা স্টোর করে অন্য কোথাও রেখে তা ফোন থেকে ডিলিট করে দিতে হবে। কারণ, কোনও ডেটা থেকে গেলে তার অপব্যবহারের আশঙ্কা থাকে।
২. মাইক্রো এসডি কার্ড সরিয়ে নিতে হবে-ফোনের স্পেস বাড়াতে অনেকেই এসডি কার্ড ব্যবহার করেন। ফোনে বিক্রির আগে তা অনেক সময় মনে নাও থাকতে পারে। সেজন্য এসডি কার্ড সহ ফোনই বিক্রি করে দেন। এমনটা করলে কিন্তু অন্যের হাতে ডেটা চলে যেতে পারে। তাই ফোন বিক্রির আগে মাইক্রো এসডি কার্ড অবশ্যই সরিয়ে নিতে হবে।
৩. প্রত্যেক অ্যাকাউন্ট থেকে লগআউট করতে হবে- ফোনে জিমেল, ফেসবুক, ট্যুইটার, প্লেস্টোর আরও আরও বিভিন্ন অ্যাপে লগইন করা থাকে। ফোন বিক্রির আগে এই সমস্ত অ্যাকাউন্ট থেকে অবশ্যই লগআউট করতে হবে।
৩. হিস্ট্রি ডিলিট করতে হবে-ফোন হস্তান্তরের আগে হিস্ট্রি অবশ্যই ডিলিট করে দিতে হবে। হিস্ট্রিতে গ্রাহকের ওয়েব ব্রাউজ হিস্ট্রি, কল লগ হিস্ট্রি সহ অন্যান্য জিনিস ডিলিট করা দরকার।
ফোন রিসেট করতে ভুললে চলবে না-উপরের সমস্ত বিষয়গুলি করার পর ফোন দেওয়ার আগে তা রিসেট করে নিতে ভুললে চলবে না। এমন করলে ওই ফোনে ব্যবহারকারীর সম্পর্কিত আরও কোনও কিছু থাকবে না।
ফোন বিক্রয়ের বিস্তারিত অবশ্যই রেখে দিতে হবে- কবে ফোন বিক্রি করা হল, কোন মডেলের ফোন ছিল, কাকে বিক্রি করা হল, ইত্যাদি লিখে রাখা দরকার। ফোন এক্সচেঞ্চ করলে তার প্রমাণ রাখা দরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -