Kalighat : কলকাতার অভিভাবকরূপে কালীঘাটে বিরাজ করছেন মা, জানুন কালীঘাট নিয়ে এই আকর্ষণীয় তথ্যগুলি

Kalighat : কলকাতার অভিভাবকরূপে কালীঘাটে বিরাজ করছেন মা, জানুন কালীঘাট নিয়ে এই আকর্ষণীয় তথ্যগুলি

1/10
উত্তরে দক্ষিণেশ্বর.. আর দক্ষিণে বহুলা বা বেহালা। মাঝে ধনুকের মতো বাঁকা অংশ কলকাতা।
2/10
পীঠনির্নয় তন্ত্র অনুসারে কালীক্ষেত্র কলকাতার মাহাত্ম্য বারাণসীর সমতুল। সেই কলকাতার অভিভাবকরূপে কালীঘাটে বিরাজ করছেন মা দক্ষিণাকালী। সতীর একান্ন পীঠের অন্যতম।
3/10
বলা হয়, বেহালা থেকে দুই যোজন ব্যাপী কালীক্ষেত্রের ৩ কোণায় অবস্থান করছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তাঁর মাঝেই মহাকালীর অবস্থান।
4/10
এখানে ভৈরবী, বগলা, বিদ্যা, মাতঙ্গী, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী ও চণ্ডী সর্বদা বিরাজ করছেন। তাই এই জায়গা কাশী বা বারাণসীর মতোই মহা পূণ্যভূমি।
5/10
কালীঘাটের মূল পুজো আটটি। রক্ষাকালী, স্নানযাত্রা, জন্মাষ্টমী, মনসাপুজো, চড়ক, গাজন, রামনবমী, আর দীপাবলী। কালীঘাট মন্দিরে দুর্গাপুজোও করা হয়।
6/10
প্রতিদিন ভোর চারটেয় মায়ের মঙ্গলারতি দিয়ে দিন শুরু হয়। এরপর একটু বেলায় হয় মায়ের নিত্য পুজো। দুপুরের ভোগ এবং আরতি হয় দুপুর দুটোয়।
7/10
মূল মন্দিরের সঙ্গে প্রায় লাগোয়া হল মায়ের ভোগ ঘর। দুপুরের ভোগে থাকে বিশাল আয়োজন।
8/10
একটা সাধারণ দিনের ভোগের হিসেব ধরলে দেখা যায়, প্রায় ৩০ কিলোগ্রাম গোবিন্দভোগ চালের ঘি-ভাত, চার কিলোগ্রাম গোবিন্দভোগ চালের সাদা ভাত, পাঁচ রকম ভাজা, শুক্তো, ২০ কিলোগ্রাম শাক-সবজি।
9/10
এর মধ্যে গরম কালে হয় আলু-পটলের তরকারি, শীতকালে হয় আলু ফুলকপি বা শিমের তরকারি।
10/10
বর্ষাকালে মা-কে ইলিশ মাছ ভোগ দেওয়া হয়। তবে আঁশ ছাড়া কোনও মাছ ভোগে দেওয়া হয় না। দিনের প্রথম বলি থেকে পাওয়া মাংস দিয়ে তৈরি হয় মায়ের মহাপ্রসাদ।
Sponsored Links by Taboola