6000mah Battery Smartphone: ৪টি ক্যামেরার সঙ্গে ৬০০০-এর ব্যাটারি, এই স্মার্টফোনগুলিতেই পাবেন সুবিধা
samsung galaxy F41:এই স্মার্টফোনে 6 GB RAM এর সঙ্গে 128 GB ইন্টারনাল মেমরি রয়েছে। এর ডিসপ্লে 6.4 ইঞ্চি। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। পাওয়ারের জন্য এতে 6000mAH এর ব্যাটারি দেওয়া হয়েছে। Amazon-এ এর দাম 16,999 টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppRedmi 9 power: 4 GB RAM এর সঙ্গে 64 GB ইন্টারনাল মেমরি রয়েছে এই ফোনে। এর ডিসপ্লে 6.53 ইঞ্চি। এতে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে পাওয়ারের জন্য 6000mAH এর ব্যাটারি দেওয়া হয়েছে। Flipkart-এ এর দাম 13,450 টাকা।
Poco M3: এই স্মার্টফোনে 4 GB RAM এর সঙ্গে 64 GB ইন্টারনাল মেমরি রয়েছে। এর ডিসপ্লে 6.53 ইঞ্চির। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন ক্রেতা। ফোনে দেওা হয়েছে 6000mAH এর ব্যাটারি। Flipkart-এ এর দাম 10,999 টাকা।
Realme Narzo 50A:এই স্মার্টফোনে 4 GB RAM এর সঙ্গে 128 GB ইন্টারনাল মেমরি রয়েছে। এর ডিসপ্লে 6.5 ইঞ্চির। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনে। এতে পাওয়ারের জন্য পাবেন 6000mAH এর ব্যাটারি। Flipkart-এ এর দাম 12,499 টাকা।
Moto G40: 4 GB RAM এর সঙ্গে 64 GB ইন্টারনাল মেমরি রয়েছে ফোনে। এর ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে 6.78 ইঞ্চির। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন ক্রেতা। 6000mAH এর ব্যাটারি দেওয়া হয়েছে ফোনে। Flipkart-এ এর দাম 14,499 টাকা।
samsung galaxy f12:এই ডিভাইসে 4 GB RAM এর সঙ্গে 64 GB ইন্টারনাল মেমরি রয়েছে। এতে পাবেন 6.51 ইঞ্চির ডিসপ্লে। এতে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনে পাবেন 6000mAH এর বড় ব্যাটারি। Flipkart-এ এর দাম 10,499 টাকা।
ভাল ব্যাটারি না হওয়ার কারণে বহু ক্ষেত্রে দ্রুত চার্জিংয়ের ব্যবস্থা দেওয়া হয় কিছু ফোনে। এই ব্যাটারি নিয়ে অভিযোগে সবার ওপরে রয়ছে অ্যাপলের নাম। বেশিরভাগ ক্ষেত্রে ভারী ব্যবহারে একদিনও টেকে না আইফোনের ব্যাটারি।
অনেক সময় ফোনের ব্যাটারি প্রভাব ফেলে আপনার আলাপচারিতায়। কথা বলার সময় প্রায়শই চার্জ না থাকায় থমকে যায় কথপোকথন। সেই ক্ষেত্রে ফোনে পাওয়ারফুল ব্যাটারি থাকা প্রয়োজন।
অনেক সময় ব্যাটারি ভাল না হওয়ার কারণে ফোনের কভার অতিরিক্ত গরম হয়ে ওঠে। সেই ক্ষেত্রে ফোন ধরতেই সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহকদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -