AC Buying Tips: অনলাইনে এসি কিনছেন ? সমস্যা এড়াতে খেয়াল রাখুন এই ৪ বিষয়
প্রচণ্ড দাবদাহে ইদানি এসি, কুলার ইত্যাদি কেনার ঝোঁক অনেক বেড়ে গিয়েছে। প্রায় প্রত্যেকেই নিজেদের সাধ্য অনুযায়ী এসি কিনছেন। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে যারা অনলাইনে এসি কিনছেন, তাদের কিছু জিনিস মাথায় রেখে কেনা উচিত। নাহলে অকারণেই হাজার হাজার টাকা নষ্ট হতে পারে। ছবি- ফ্রিপিক
প্রথমেই দেখে নিতে হবে এসির ম্যানুফ্যাকচারিং ডেট, অর্থাৎ কবে এই এসি তৈরি হয়েছিল। প্রতি বছর এসি আপডেট হয়। যুক্ত হয় নতুন ফিচার্স। ছবি- ফ্রিপিক
ফলে টাকা খরচ করে পুরনো এসি কেনা খুবই বোকামির কাজ হবে। তাই তারিখ দেখে তবেই কেনা উচিত এসি। ছবি- ফ্রিপিক
কোন এসি কম বিদ্যুতে চলে, খরচ কম হবে তা খুঁজে দেখে নিয়ে তবেই এসি কেনা উচিত। ইনভার্টার এসি কেনাই দরকার। ছবি- ফ্রিপিক
প্রাথমিকভাবে খরচ বেশি পড়লেও ইনভার্টার এসিতে বিদ্যুতের বিল অনেকটাই কম আসবে। ফলে ের রানিং কস্ট অনেক কম হবে। ছবি- ফ্রিপিক
প্রতিটি এসি আলাদা আলাদাভাবে শীতল করে ঘর। কতটা ঠান্ডা করতে পারে, সেই ক্ষমতার কথাও মাথায় রাখতে হবে কেনার সময়। ছবি- ফ্রিপিক
সাধারণত এসির শীতল করার ক্ষমতা থাকে ৫০০০ ওয়াট। যত বেশি ওয়াট বাড়বে শীতল করার ক্ষমতা তত বাড়বে। ছবি- ফ্রিপিক
আপনার ঘরের মাপ এবং আপনার প্রয়োজন অনুযায়ী এসি কেনা উচিত। কত ওয়াটের এসি তা আগে কেনার সময় দেখে নিতে হবে। ছবি- ফ্রিপিক
উইন্ডো এসি নাকি স্প্লিট এসি কোনটা কিনবেন সেটাও আগে দেখে নেওয়া জরুরি। আপনার রুমে কোনও জানালা না থাকলে স্প্লিট এসি কেনার কথাই ভাবতে হবে। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -