AC Buying Tips: অনলাইনে এসি কিনছেন ? সমস্যা এড়াতে খেয়াল রাখুন এই ৪ বিষয়

AC Buying Online: যারা অনলাইনে এসি কিনছেন, তাদের কিছু জিনিস মাথায় রেখে কেনা উচিত। নাহলে অকারণেই হাজার হাজার টাকা নষ্ট হতে পারে। যেমন প্রথমেই দেখে নিতে হবে এসির ম্যানুফ্যাকচারিং ডেট।

ছবি সৌজন্য- ফ্রিপিক

1/10
প্রচণ্ড দাবদাহে ইদানি এসি, কুলার ইত্যাদি কেনার ঝোঁক অনেক বেড়ে গিয়েছে। প্রায় প্রত্যেকেই নিজেদের সাধ্য অনুযায়ী এসি কিনছেন। ছবি- ফ্রিপিক
2/10
তবে যারা অনলাইনে এসি কিনছেন, তাদের কিছু জিনিস মাথায় রেখে কেনা উচিত। নাহলে অকারণেই হাজার হাজার টাকা নষ্ট হতে পারে। ছবি- ফ্রিপিক
3/10
প্রথমেই দেখে নিতে হবে এসির ম্যানুফ্যাকচারিং ডেট, অর্থাৎ কবে এই এসি তৈরি হয়েছিল। প্রতি বছর এসি আপডেট হয়। যুক্ত হয় নতুন ফিচার্স। ছবি- ফ্রিপিক
4/10
ফলে টাকা খরচ করে পুরনো এসি কেনা খুবই বোকামির কাজ হবে। তাই তারিখ দেখে তবেই কেনা উচিত এসি। ছবি- ফ্রিপিক
5/10
কোন এসি কম বিদ্যুতে চলে, খরচ কম হবে তা খুঁজে দেখে নিয়ে তবেই এসি কেনা উচিত। ইনভার্টার এসি কেনাই দরকার। ছবি- ফ্রিপিক
6/10
প্রাথমিকভাবে খরচ বেশি পড়লেও ইনভার্টার এসিতে বিদ্যুতের বিল অনেকটাই কম আসবে। ফলে ের রানিং কস্ট অনেক কম হবে। ছবি- ফ্রিপিক
7/10
প্রতিটি এসি আলাদা আলাদাভাবে শীতল করে ঘর। কতটা ঠান্ডা করতে পারে, সেই ক্ষমতার কথাও মাথায় রাখতে হবে কেনার সময়। ছবি- ফ্রিপিক
8/10
সাধারণত এসির শীতল করার ক্ষমতা থাকে ৫০০০ ওয়াট। যত বেশি ওয়াট বাড়বে শীতল করার ক্ষমতা তত বাড়বে। ছবি- ফ্রিপিক
9/10
আপনার ঘরের মাপ এবং আপনার প্রয়োজন অনুযায়ী এসি কেনা উচিত। কত ওয়াটের এসি তা আগে কেনার সময় দেখে নিতে হবে। ছবি- ফ্রিপিক
10/10
উইন্ডো এসি নাকি স্প্লিট এসি কোনটা কিনবেন সেটাও আগে দেখে নেওয়া জরুরি। আপনার রুমে কোনও জানালা না থাকলে স্প্লিট এসি কেনার কথাই ভাবতে হবে। ছবি- ফ্রিপিক
Sponsored Links by Taboola