AC Machine: ঠিকভাবে কাজ করছে না এসি মেশিন? কীভাবে বুঝবেন সমস্যা
Tech Tips: নিয়মিত সময়ান্তরে এয়ার ফিল্টার পরিষ্কার করলে আপনার এসি মেশিনের মেয়াদ এবং কর্মক্ষমতা বাড়বে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
এয়ার কন্ডিশনিং ডিভাইস অর্থাৎ এসি মেশিন অনেক সময়েই সঠিক ভাবে কাজ করে না। নানা কারণে সমস্যা দেখা দিতে পারে।
2/10
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাপমাত্রা কমালেও ঘর ঠিকভাবে ঠান্ডা হচ্ছে না। বা ঘর ঠান্ডা হতে হয়তো আগের তুলনায় অনেক বেশি সময় লাগছে।
3/10
এসি মেশিনে সমস্যা হলেই বাড়িতে মেকানিক ডাকার প্রয়োজন নেই। আপনি নিজেও হয়তো সমস্যার সমাধান করতে পারবেন। এক্ষেত্রে কয়েকটি বিষয়ে নজর রাখা প্রয়োজন।
4/10
একনজরে দেখে নেওয়া যাক প্রাথমিক ভাবে ঠিক কী কী সমস্যা দেখা দিলে এসি মেশিন সঠিক ভাবে কাজ করে না।
5/10
টানা এসি ব্যবহার করলেই মেশিনের মধ্যে থাকা এয়ার ফিল্টারে ধুলো, ময়লা জমে তা কার্যত জ্যাম হয়ে যায়। এর ফলে ঠান্ডা বাতাসের স্বাভাবিক প্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে। ফলে সহজে ঘর ঠান্ডা হতে চায় না। তাপমাত্রা কমিয়ে রাখলেও অনেক সময় লাগে ঘর ঠান্ডা হতে। সেই সঙ্গে আবার ইলেকট্রিক খরচও অতিরিক্ত হয়।
6/10
এসি মেশিনের বাইরের অংশে থাকে এই কনডেনসার কয়েল। যেহেতু বাইরের অংশে থাকে তাই এখানে খুব সহজেই ধুলো ময়লা জমে যেতে পারে। এমনকি পাখির বাসাও হতে পারে এই অংশে। এর ফলে সঠিক ভাবে তাপ নিঃসরণ করতে পারে না এই যন্ত্রাংশ। সেই কারণেই এসি মেশিনও সঠিক সময়ে সঠিক ভাবে ঘর ঠান্ডা করতে পারে না।
7/10
যদি আচমকাই আপনার এসি মেশিন কাজ করা বন্ধ করে দেয় তাহলে সবার আগে এসি মেশিনের থার্মোস্ট্যাট সেটিংস দেখে নেওয়া প্রয়োজন। এই থার্মোস্ট্যাট সেটিংস আপনাকে ঘরের তাপমাত্রা সেট করতে এবং এসি অন/অফ করতে সাহায্য করবে।
8/10
সঠিক তাপমাত্রায় এই থার্মোস্ট্যাট সেটিংস সেট করতে হবে। কারণ তাহলেই ঠিকভাবে কাজ করবে এসি মেশিন। অটো মোডে থাকলে আপনাকে বারবার সেট করতে হবে না। যদি একান্তই থার্মোস্ট্যাট কাজ না করে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
9/10
অনেকেই এসি চালানোর পর বারবার তাপমাত্রা কমানো, বাড়ানো করতে থাকেন। এর ফলে যেমন রিমোটের অত্যধিক ব্যবহার হয়, তেমনই চাপ পড়ে এসি মেশিনের মোটরেও। ফলে এই অভ্যাস থাকলে দ্রুত এসি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
10/10
এসি মেশিনের কম্প্রেসর খারাপ হলেও ঘর ঠান্ডা হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কারণ এসি'র অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল এই কম্প্রেসর। তাই এই অংশে সমস্যা দেখা দিলে এসি কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে কম্প্রেসর বদলে নিন।
Published at : 15 Mar 2023 09:54 PM (IST)