AC Usage: এসিতে গ্যাস শেষ ? মেকানিক বোকা বানাচ্ছে না তো ? নিজেই দেখে নিতে পারেন এভাবে

গরম পড়তে শুরু করেছে জোর কদমে। সূর্যের প্রখর তাপে অতিষ্ঠ হচ্ছে মানুষের প্রাণ। ঘরে আরামে থাকতে অনেকেই এসি লাগিয়ে নেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
যদিও অনেকের ঘরেই এসি বেশ অনেকক্ষণ যাবৎ বন্ধ থাকে। অল্প একটু চালিয়ে দরজা-জানালা বন্ধ করে দেন তারা।

তবে এসি চালানোর আগে সেটি ভালভাবে পরিস্কার করে নিতে হবে। ধুলো-ময়লা জমে যায় এসির ভিতরে, সেটি পরিস্কার রাখতে হবে।
অনেক সময় দেখা যায় এসি চালানো শুরু করার পরে পরেই ঠান্ডা হাওয়া বেরোয় না। এই সমস্যা মেটাতে মেকানিককে ডাকেন অনেকেই।
মেকানিক এসি চেক করে প্রথমেই বলে দেয় গ্যাস ফুরিয়ে গিয়েছে এসির, সেটা বদলে নতুন গ্যাস ভরাতে হবে। ফলে তার জন্য খরচও অনেক হয়।
অনেকক্ষেত্রে অসৎ মেকানিকরা ভুল বুঝিয়ে এসির গ্যাস ভরানোর নামে আপনার থেকে অযথা অনেক টাকা নিয়ে থাকেন।
এসির গ্যাস ফুরিয়েছে কিনা তা আপনি নিজেও ভালভাবে তা দেখে নিতে পারেন। যদি দেখেন এসি চালানোর পরেও ঠান্ডা হাওয়া আসছে না, তাহলে সতর্ক হওয়া দরকার।
এছাড়া এসির কম্প্রেসারে যদি শব্দ হতে থাকে, তাহলেও এসির গ্যাস ফুরিয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। এসি চালু করার সময় নজর দিতে হবে কম্প্রেসার বারবার চালু বা বন্ধ হচ্ছে কিনা। এই ঘটনা থেকেও বোঝা যায় এসির গ্যাস শেষ হয়ে গেছে কিনা।
এসির আউটলেট পাইপে যদি বরফ জমে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে এসির গ্যাস ফুরিয়ে গিয়েছে। আবার অনেক সময় এই আউটডোর ইউনিটে তেল জমে থাকে।
তেল জমে থাকলে দেখতে পেলে বুঝতে হবে এসির গ্যাস আদপেই শেষ হয়ে গেছে। এই লক্ষণগুলি না দেখতে পেলেও যদি মেকানিক বলে এসির গ্যাস শেষ, তাহলে বুঝতে হবে সে আপনাকে বোকা বানাচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -