Smartphones Under Rs 15,000: ১৫ হাজার টাকার কমে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল থেকে কেনা যাবে এই ফোনগুলি
অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল (Amazon Great Republic Day Sale 2023) শুরু হয়ে গিয়েছে। যাঁরা নতুন ফোন (Smartphones Uder Rs 15,000) কেনার পরিকল্পনা করছেন, তাঁরা অ্যামাজনের এই সেলে বিভিন্ন ফোনের অপশন পাবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৫ হাজার টাকা বাজেট হলে বেশ কিছু ফোন কেনার সুযোগ পাবেন আপনি। এমনিতেও স্মার্টফোনের ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে এই ই-কমার্স সংস্থা। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই, কুপন ভিত্তিক ক্যাশব্যাক, এক্সচেঞ্জ অফার এবং পেমেন্ট সংক্রান্ত বিশেষ ছাড়।
অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল শুরু হয়েছে ১৫ জানুয়ারি। প্রাইম মেম্বাররা ১৪ তারিখ থেকে কেনাকাটার সুযোগ পেয়েছেন। এই সেল চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।
স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে কেনাকাটার ক্ষেত্রে ১০ শতাংশ ইন্সট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা, প্রায় ২৫০০ টাকা।
রেডমি ১১ প্রাইম ৫জি- অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ১২,৯৯৯ টাকায়। এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। এই ফোন আসলে অ্যামাজনের সেলে থাকা 'মোস্ট অ্যাফোর্ডেবল' ৫জি ফোন।
আইকিউওও জেড৬ লাইট ৫জি- ভিভো-র সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ১২,৯৯৯ টাকায়। গেমিংয়ের জন্য এই ফোন আদর্শ।
স্যামসাং গ্যালাক্সি এম৩২- স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের এই ফোনের আসল দাম ১৬,৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ফোন কেনা যাবে ১৩,৪৯৯ টাকায়।
আইকিউওও জেড৬ ৪৪ ওয়াট- অ্যামাজনের সেলে আইকিউওও সংস্থার এই ফোনের দাম ১৩,৯৯৯ টাকা। যদিও এই ফোনের আসল দাম ১৯,৯৯৯ টাকা। অর্থাৎ প্রায় ৩০ শতাংশ কম দামে আইকিউওও সংস্থার এই ফোন কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
রিয়েলমি নারজো ৫০- এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ১১,৯৯৯ টাকায়। এই ফোন কেনার ক্ষেত্রে থাকছে নো-কস্ট ইএমআই অপশন (নির্দিষ্ট পেমেন্ট প্রক্রিয়ায়)। কিস্তি শুরু হবে ৫৭৩ টাকা থেকে।
রেডমি ১০ পাওয়ার- অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে এই ফোন কেনা যাবে ১১,৪৯৯ টাকায়। এই ফোনের আসল দাম ১৮,৯৯৯ টাকা। প্রায় ৩৯ শতাংশ ছাড় রয়েছে এই ফোনের দামের ক্ষেত্রে। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -