অ্যামাজন গ্রেট সামার সেলে ১০ এবং ২০ হাজার টাকার কমে কোন কোন ফোন কিনতে পারবেন? রইল তালিকা
অ্যামাজনের গ্রেট সামার সেল ২০২৩ থেকে বেশ কিছু সস্তার স্মার্টফোন কেনার সুযোগ পাবেন আপনি। এই ফোনের মধ্যে কিছু মডেলের দাম ১০ হাজার টাকার কম। অন্যদিকে কয়েকটি ফোনের দাম ২০ হাজার টাকার কম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়ানপ্লাস নর্ড সিই২ লাইট ৫জি- অ্যামাজনের সেলে এই ফোনের দাম ১৮,৪৯৯ টাকা। এর পরে ব্যাঙ্ক অফার যুক্ত হলে আরও অন্তত ১০০০ টাকা দাম কমবে এই ফোনের। কুপন ভিত্তিক অফারে ক্রেতারা ৫০০ টাকা সাশ্রয় করতে পারবেন।
এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।
সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ওয়ানপ্লাসের এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে।
রিয়েলমি নারজো ৫০ প্রো ৫জি- গতবছর মে মাসে লঞ্চ হয়েছিল এই ফোন। সেই সময়ে বেস মডেলের অর্থাৎ ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২১,৯৯৯ টাকা।
তবে এখন অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ১৭,৪৯৯ টাকায়। নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ১০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।
এই ফোনের ক্ষেত্রে এক্সচেঞ্জ অফার রয়েছে। পুরনো ফোন বদলে নতুন মডেল কিনতে গেলে ১৮,০৪৯ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। রিয়েলমির এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ প্রসেসর। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইইমারি সেনসর রয়েছে।
রেডমি এ১- এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল ৬৪৯৯ টাকায়। তবে এখন ব্যাঙ্ক অফার সমেত অ্যামাজনের সেলে এই ফোনের দাম ৫৬৯৯ টাকা। এক্ষেত্রেও রয়েছে এক্সচেঞ্জ অফার। ৫৪০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।
২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ রয়েছে এই ফোনে এছাড়াও রয়েছে একটি octa-core MediaTek Helio A22 SoC, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি।
লাভা ব্লেজ ৫জি- এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল ১০,৪৯৯ টাকায়। তবে অ্যামাজনের সেলে কেনা যাবে ৯৪৯৯ টাকায়। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে এই ফোন কিনলে ৫২৪ টাকা ছাড় পেতে পারেন। এর সঙ্গে থাকছে নো-কস্ট ইএমআই অপশন। এক্সচেঞ্জ অফারে ১৭৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -