Amazon Prime: অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশনের খরচ বেড়েছে দেশে, এবার থেকে কত টাকা দিতে হবে?
অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের খরচ বাড়ল ভারতে। নতুন নিয়মে মাসিক অর্থাৎ এক মাসের সাবস্ক্রিপশনের প্ল্যান শুরু হচ্ছে ২৯৯ টাকা থেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগে এই প্ল্যান ছিল ১৭৯ টাকার (২০২১ সালের ডিসেম্বরে এই দাম ঘোষণা হয়েছিল)। একনজরে দেখে নেওয়া যাক ভারতে অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন নিতে চাইলে গ্রাহকদের কত টাকা দিতে হবে।
নতুন নিয়মে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের এক মাসের খরচ ২৯৯ টাকা। আগের তুলনায় বেড়েছে ১২০ টাকা।
তিনমাসের প্ল্যানের খরচ ৫৯৯ টাকা। আগে এই সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ ৪৫৯ টাকা। অর্থাৎ বেড়েছে ১৪০ টাকা।
এক বছরের অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের খরচ ১৪৯৯ টাকা। অ্যামাজন অ্যানুয়াল প্রাইম লাইট সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ ৯৯৯ টাকা।
যেসব গ্রাহকের অ্যামাজন প্রাইম মেম্বারশিপ রয়েছে তাঁরা একসঙ্গে অনেক সুবিধা পান। প্রাইম শিপিং অর্থাৎ দ্রুত ডেলিভারির সুবিধা পান গ্রাহকরা।
যাঁদের এই সাবস্ক্রিপশন নেই, তাঁদের তুলনায় দ্রুত গতিতে ডেলিভারি পান অ্যামাজন প্রাইমের মেম্বার বা সদস্যরা। এর পাশাপাশি অ্যামাজন প্রাইম মেম্বারশিপ থাকলে প্রাইম ভিডিও, প্রাইম মিউজিক, প্রাইম ডিল, প্রাইম রিডিং, প্রাইম গেমিং এবং অ্যামাজন ফ্যামিলি- এইসবের অ্যাকসেস পাবেন গ্রাহকরা।
অ্যামাজন প্রাইমের লাইট ভার্সানে অবশ্য খরচ কিছুটা কম। অ্যামাজন প্রাইম লাইট ভার্সানে স্ট্রিমিংয়ের ক্ষেত্রে কয়েক মিনিটের ফারাক থাকবে মূল প্রাইম ভার্সানের থেকে।
এর পাশাপাশি অ্যামাজন প্রাইম লাইট মেম্বারশিপ নিলে গ্রাহকরা সস্তার প্ল্যানে দু'দিনের আনলিমিটেড স্ট্যান্ডার্ড ডেলিভারি পাবেন। এছাড়াও প্রাইম এক্সক্লুসিভ অফার এবং ডিল- এর সুযোগ সুবিধা পাওয়া যাবে।
অ্যামাজন প্রাইম লাইট মেম্বারশিপের ক্ষেত্রে ইউজাররা নো-কস্ট ইএমআই, অ্যামাজন প্রাইম মিউজিক, ফ্রি ই-বুক, প্রাইম গেমিং, অর্ডার করার দিনই বা পরের দিন ডেলিভারি--- এই সমস্ত সুবিধা পাবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -