ভারতে কবে লঞ্চ হচ্ছে আইফোন ১৪ সিরিজ? আর কী কী লঞ্চ হতে পারে, দেখুন ছবিতে
অ্যাপেলের আসন্ন লঞ্চ ইভেন্টে নেক্সট জেনারেশন এয়ারপডস লঞ্চেরও সম্ভাবনা রয়েছে। অ্যাপেল এয়ারপডস ২ লঞ্চ হতে পারে অ্যাপেলের আসন্ন ইভেন্টে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুমান, দীর্ঘ প্রতীক্ষিত আইফোন ১৪ সিরিজ এই ইভেন্টেই লঞ্চ করবে অ্যাপেল সংস্থা। এর সঙ্গে নতুন অ্যাপেল ওয়াচ এবং আইপ্যাড লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে।
প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল যে, ১৩ সেপ্টেম্বর হয়তো অ্যাপেলের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। তবে দিনক্ষণ এগিয়ে এসেছে। এখন শোনা যাচ্ছে, ৭ সেপ্টেম্বর অ্যাপেলের নতুন লঞ্চ ইভেন্ট Far Out অনুষ্ঠিত হতে চলেছে।
আইওএস ১৬ এবং ওয়াচওএস ৯- এই দুই অপারেটিং সিস্টেম লঞ্চের সম্ভাবনা রয়েছে এই ইভেন্টে।
ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে রয়েছে অ্যাপেল পার্ক। সেখানে স্টিভ জোবস থিয়েটারে অ্যাপেলের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে থেকেও এই ইভেন্টের লাইভ স্ট্রিম হবে। ৭ সেপ্টেম্বর রাত ১০টা ৩০মিনিটে এই ইভেন্ট দেখতে পাবেন ভারতের বাসিন্দারা।
আইফোন ১৪ সিরিজে লঞ্চ হতে পারে চারটি ফোন। সেই তালিকায় রয়েছে আইফোন ১৪, আইফোন ১৪ মিনি, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স- এই চারটি ফোন।
প্রো মডেলগুলিতে থাকতে পারে অ্যাপেলের নিজস্ব A16 Bionic চিপ। এছাড়াও অ্যাপেলের আইফোন ১৪ সিরিজে iOS 16 অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকতে পারে।
আইফোন ১৪ সিরিজের সঙ্গে অ্যাপেল ওয়াচ সিরিজ ৮ লঞ্চের সম্ভাবনা রয়েছে। একাধিক হেলথ ফিচার থাকতে পারে এই নতুন অ্যাপেল ওয়াচে।
নতুন ডিজাইনে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এই অ্যাপেল ওয়াচের। অ্যাপেল ওয়াচ ৭- এর মতোই সেনসর থাকার সম্ভাবনা রয়েছে অ্যাপেল ওয়াচ ৮ সিরিজে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -