ATM Fraud: এটিএম প্রতারণার নতুন কৌশল 'শোল্ডার সার্ফিং', কীভাবে নিজেকে নিরাপদে রাখবেন?
এটিএম স্ক্যামের সঙ্গে আজকাল প্রায় সকলেই পরিচিত। ফিজিক্যাল হোক বা অনলাইন মাধ্যম, স্ক্যামারদের হাত থেকে নিস্তার নেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকটু অসাবধান হলেই হ্যাকারদের প্রতারণার জালে ফাঁসবেন আপনি। অজান্তেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হবে টাকা। হদিশ করলে দেখা যাবে এটিএম প্রতারণার শিকার হয়েছেন আপনি।
এটিএম প্রতারণার নতুন কৌশল হল এই shoulder surfing। বাংলা অর্থ করলে দাঁড়ায় আপনার ঘাড়ের উপর উঁকি মেরে, আপনার অজান্তেই তথ্য হাতিয়ে নিচ্ছে কেউ।
মূলত এটিএম ট্রানজাকশন এবং ফোনের মাধ্যমে টাকা লেনদেন করার সময়েই shoulder surfing হয় এবং প্রতারণার শিকার হন আপনি।
যখন এটিএম কাউন্টারে টাকা তুলতে ঢুকবেন বা আজকাল যে এটিএম মেশিনে টাকা জমা দেওয়া যায়, সেই কাজ করতে ঢুকবেন অবশ্যই খেয়াল রাখুন সেই সময় যেন কাউন্টারে আপনি একাই থাকেন।
হয়তো দেখলেন কোনও এক ব্যক্তি আছেন, তিনি কাউন্টারের অন্য মেশিনের সামনে রয়েছেন, আপনার বোঝার আগেই আশপাশে নজর রেখে ব্যক্তিগত তথ্য যেমন নাম, পিন নম্বর, অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি হাতিয়ে নিতে পারেন ওই ব্যক্তি।
সকলকে অবিশ্বাস করা উচিত নয়। তবে এটিএম কাউন্টারে একা ঢুকে কাজ করাই শ্রেয়। বিপদ এড়ানোর ক্ষেত্রে এটাই প্রথম ধাপ।
অনলাইনে কিউআর কোড স্ক্যান করে যখন আপনি ফোনে পাসকোড দিয়ে ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠান সেক্ষেত্রেও প্রতারণার শিকার হতে পারেন আপনি। তাই সাবধান এবং সতর্ক থাকা ছাড়া উপায় নেই।
এটিএম মেশিনে পিন নম্বর টাইপ করার সময় আশপাশে কেউ যেন না থাকে। ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড, দু'ক্ষেত্রেই কার্ড নম্বর, পিন ইত্যাদি কাউকেই জানাবেন না প্রকাশ্যে।
অনেকসময়েই এটিএম মেশিনে বিশেষ কোনও ডিভাইস লাগানো থাকে। এর সাহায্যে আপনার কার্ড নম্বর, পিন ইত্যাদি হাতিয়ে নিতে পারেন হ্যাকাররা। অচেনা লোকের থেকে ব্যাঙ্কের এটিএমে সাহায্য না নেওয়াই ভাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -