5G Phone: ১৫ হাজার টাকার কম দামে ভারতে পাওয়া যাচ্ছে এই ৫জি স্মার্টফোনগুলি, রইল তালিকা
পয়লা অক্টোবর ভারতে ৫জি পরিষেবা সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্দিষ্ট কিছু শহরে ইতিমধ্যেই ৫জি সার্ভিস চালু করেছে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল- এই দুই টেলিকম সংস্থা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৫জি পরিষেবা ভারতে চালু হওয়ার আগেই বেশ কয়েকটি জনপ্রিয় কোম্পানি ভারতে তাদের ৫জি ফোন লঞ্চ করেছিল। এইসব ফোনের মধ্যে কয়েকটি মডেলের দাম ১৫ হাজার টাকার কম।
এখন ভারতে ১৫ হাজার টাকার কম দামে কোন কোন ৫জি স্মার্টফোন পাওয়া যাচ্ছে সেগুলো একঝলকে দেখে নিন। রইল একটি তালিকা।
রেডমি নোট ১১টি ৫জি- রেডমির এই স্মার্টফোনের দাম ১৪,৯৯৯ টাকা। একাধিক র্যামের অপশনে এই ফোন পাওয়া যাবে। ফোনের ডিজাইন এবং ক্যামেরা ফিচারও যথেষ্ট আকর্ষণীয়।
পোকো এম৪ ৫জি- পোকো সংস্থার এই ৫জি ফোনের দাম ১০,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। ভারতের বাজারে এখন যতগুলি ৫জি ফোন রয়েছে তার মধ্যে এই মডেলই সবচেয়ে সস্তার।
আইকিউওও জেড৬ লাইট ৫জি- ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির এই ফোনের দাম বর্তমানে ১৩,৯৯৯ টাকা। দুই বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে।
রিয়েলমি ৯আই- রিয়েলমির এই ফোনের দাম ১৪,৯৯৯ টাকা। ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। দীর্ঘক্ষণ এই ফোন চার্জ ধরে রাখতে পারে।
স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি- স্যামসাং গ্যালাক্সির 'এম' সিরিজের এই ৫জি ফোনের দাম ১১,৯৯৯ টাকা।
এয়ারটেল এবং জিও ইউজাররা বর্তমানে যে সিম ব্যবহার করছেন সেখানেই ৫জি সার্ভিস পাবেন। আলাদা করে সিম কেনার প্রয়োজন নেই। কিংবা সিম পরিবর্তনেরও দরকার নেই। ৪জি সার্ভিসের তুলনায় অনেক গুণ বেশি স্পিড পাবেন ৫জি নেটওয়ার্কে।
রিলায়েন্স জিও-র তরফে বর্তমানে ৫জি পরিষেবা উপলব্ধ হয়েছে মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লি- এই চারটি শহরে। ভারতী এয়ারটেলের তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -