Free Messaging Apps: অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেরা ফ্রি মেসেজিং অ্যাপ
ফোনে কথার বলার বদলে অনেকেই মেসেজ করতে বেশি পছন্দ করেন। যাঁদের কাছে ফোনের বদলে মেসেজ বেশি পছন্দের তাঁদের যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে বেশ কিছু ফ্রি-মেসেজিং অ্যাপ ডাউনলোড করে রাখতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজনপ্রিয় কয়েকটি ফ্রি মেসেজিং অ্যাপ আমরা প্রায় সকলেই ব্যবহার করে থাকি। বিনা খরচে এইসব মেসেজিং অ্যাপের মাধ্যমে মেসেজ করা সম্ভব।
যাঁদের অ্যান্ড্রয়েড ফোনে এইসব ফ্রি মেসেজিং অ্যাপ এখনও ইনস্টল করা নেই, তাঁদের জন্য রইল একটি তালিকা। চটজলদি এইসব অ্যাপ ইনস্টল করে নিন আপনার অ্যান্ড্রয়েড ফোনে।
এবার দেখে নেওয়া যাক অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেরা কয়েকটি ফ্রি মেসেজিং অ্যাপের নাম।
ফ্রি মেসেজিং অ্যাপের তালিকায় শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ। একুশ শতকের প্রতিদিনের জীবনে হোয়াটসঅ্যাপ ব্যবহার না করা লোকের সংখ্যা নেহাতই হাতে গোনা।
বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিমেষে টেক্সট মেসেজ, অডিও বার্তা, ভয়েস নোট, ভিডিও পাঠানো যায় হোয়াটসঅ্যাপের সাহায্যে। এই ফ্রি মেসেজিং অ্যাপের মাধ্যমে টাকাও পাঠানো সম্ভব।
হোয়াটসঅ্যাপকে পাল্লা দেওয়ার জন্য রয়েছে আরও একটি ফ্রি মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। হালফিলে এই অ্যাপের জনপ্রিয়তা বেড়েছে। আগামী দিনে টেলিগ্রাম অ্যাপ আরও জনপ্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের সঙ্গে টেলিগ্রামের অনেক মিল রয়েছে। এই মেসেজিং অ্যাপের মাধ্যমে একদম ফ্রিতে ছবি পাঠানো যায়। এছাড়াও মেসেজ করা যায়। পাঠানো যায় বড় সাইজের ফাইল। টেলিগ্রামে ইউজাররা চাইলে নিজের চ্যানেলও খুলতে পারবেন।
হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের পাশাপাশি ফ্রি মেসেজিং অ্যাপের তালিকায় রয়েছে সিগন্যাল অ্যাপও।
বলা হয়, ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখার ক্ষেত্রে সিগন্যাল অ্যাপ যথেষ্ট বিশ্বাসযোগ্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -