Smartphones Under Rs 15,000: চলতি মাসে ভারতে ১৫ হাজার টাকার কমে কেনা যাবে কোন কোন স্মার্টফোন?
নতুন ফোন কেনার পরিকল্পনা রয়েছে? বাজেট ১৫ হাজার টাকা। তাহলে সাধ্যের মধ্যেই আপনি পেয়ে যাবেন বেশ কয়েকটি স্মার্টফোন। তালিকায় কোন কোন মডেল রয়েছে একনজরে দেখে নেওয়া যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোন কেনা যাবে ১৫ হাজার টাকার মধ্যে। এটি একটি বাজেট ফ্রেন্ডলি ৫জি স্মার্টফোন। গেম খেলার ক্ষেত্রে ইউজারদের দারুণ এক্সপিরিয়েন্স দেবে এই ফোন।
স্যামসাংয়ের এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। আর রয়েছে এলসিডি ডিসপ্লে। স্যামসাংয়ের নিজস্ব Exynos 1330 প্রসেসর রয়েছে এই ফোনে।
রেডমি ১২ ৫জি- এই ফোন সংস্থার বাজেট স্মার্টফোন। এই ৫জি ফোন কেনা যাবে ১০,৯৯৯ টাকায়। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এটা ধার্য করা হয়েছে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজেও এই ফোন পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ৬ জিবি র্যামের ভ্যারিয়েন্ট।
পোকো এম৬ প্রো- এটি রেডমি ১২ ৫জি ফোনের rebadged version। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫ হাজার টাকার কম। একাধিক রঙে এই ফোন কেনা যাবে।
আইকিউওও জেড৬ লাইট ৫জি- এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন১ প্রসেসর। এই মডেলও একটি বাজেট ফ্রেন্ডলি ডিভাইস। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এলসিডি ডিসপ্লে রয়েছে আইকিউওও সংস্থার এই ফোন।
আইকিউওও জেড৬ লাইট ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবগ ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
সেপ্টেম্বর মাসে একাধিক ফোন ভারতে লঞ্চ হয়েছে। বেশ কয়েকটি ফোন লঞ্চ হতে বাকিও আছে। জানা গিয়েছে, মোটো জি৫৩ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে মোটো জি৫৪ ৫জি ফোন।
কয়েকদিন আগে ইনফিনিক্স জিরো ৩০ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। ইনফিনিক্স জিরো ২০ মডেলের সাকসেসর হিসেবে এই মডেল লঞ্চ হয়েছে।
মোটো জি৮৪ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। একটিই স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হয়েছে মোটো জি৮৪ ৫জি ফোন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -