Smartphones Under Rs 10,000: ভারতের বাজারে ১০ হাজার টাকার কমে কিনতে পারবেন এই ফোনগুলি
আপনি যদি অ্যাফোর্ডেবল রেঞ্জে স্মার্টফোন কিনতে চান, তাহলে ১০ হাজার টাকার কমে ভারতের বাজারে এই ফোনগুলি পাবেন। একনজরে দেখে নিন তালিকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোটো জি১৩- মোটোরোলা জি সিরিজের এই ফোনের দাম ভারতে ৯৯৯৯ টাকা। এখানে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে এই ফোন।
মোটো জি১৩ ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
লাভা ইয়ুভা ২- এই ফোন ভারতে পাওয়া যাবে ১০ হাজার টাকার কমে। লাভা সংস্থা ভারতের নিজস্ব কোম্পানি। এই স্মার্টফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের অ্যাডাপ্টার।
লাভা সংস্থার এই ফোনের দাম ৭৯৯৯ টাকা। এটি একটি বাজেট স্মার্টফোন। ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
মোটো ই১৩- মোটোরোলা ই সিরিজের এই ফোনও ভারতের বাজারে কেনা যাবে ১০ হাজার টাকার কমে। এই ফোনের দাম ৬৯৯৯ টাকা। এখানে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
মোটো ই১৩ ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে এই ফোন। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে ফোনের স্টোরেজ।
রিয়েলমি সি৫৫- রিয়েলমির এই ফোন লঞ্চ হয়েছিল ১০,৯৯৯ টাকায়। তবে ব্যাঙ্ক অফার যুক্ত হলে এই ফোন ১০ হাজার টাকার কমেই কেনা যাবে ভারতের বাজারে।
রিয়েলমি সি৫৫ ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। এখানে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
রিয়েলমি সি৫৫ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -