Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে boAt Extend Talk, এই স্মার্টওয়াচের দাম কত?
ভারতে লঞ্চ হয়েছে দেশের নিজস্ব কোম্পানির বোটের নতুন স্মার্টওয়াচ। সেখানে রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট। এই স্মার্টওয়াচের দাম এবং অন্যান্য ফিচারগুলি দেখে নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppboAt Extend Talk- বোট কোম্পানির এই নতুন স্মার্টওয়াচটি লঞ্চ হয়েছে দেশে। বোটের এই স্মার্টওয়াচের দাম ২৯৯৯ টাকা।
অ্যালেক্সার সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এটি একটি IP68 রেটিং প্রাপ্ত ডিভাইস। এছাড়াও রয়েছে ব্লুটুথ কলিং ফিচার।
বোটের এই স্মার্টওয়াচে রয়েছে বিভিন্ন স্মার্ট হেলথ ফিচার। তার মধ্যে রয়েছে হার্ট রেট সেনসর, একটি SpO2 মনিটর এবং একটি VO2 Max মনিটর।
এছাড়াও বোটের এই স্মার্টওয়াচ ইউজারের স্টেপ ট্র্যাকার হিসেবে কাজ করে। সেই সঙ্গে ক্যালোরি ট্র্যাকার ফিচারও রয়েছে এই স্মার্টওয়াচে।
৬০- এর বেশি স্পোর্টস মোড রয়েছে বোটের এই স্মার্টওয়াচে। এর পাশাপাশি রয়েছে একটি অটো ওয়ার্ক আউট ডিটেকশন ফিচার।
কবার চার্জ দিলে এই স্মার্টওয়াচে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে যদি না ব্লুটুথ কলিং ফিচার অন করা হয়। আর এই ফিচার অন করা হলে ২ দিনের ব্যাটারি লাইফ পাওয়া সম্ভব।
১৫০-র বেশি ওয়াচ ফেসের সুবিধা থাকছে বোটের এই নতুন স্মার্টওয়াচে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৩০০ এমএএইচ ব্যাটারি।
একটি আয়তাকার ডায়াল রয়েছে বোট Xtend Talk স্মার্টওয়াচে। ডানদিনের সাইডে রয়েছে একটি বাটন। ১.৬৯ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে, যেখানে রয়েছে এইচডি রেজোলিউশন।
ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। পিচ ব্ল্যাক, চেরি ব্লসম এবং টিম গ্রিন- এই তিন রঙে লঞ্চ হয়েছে বোটের Xtend Talk স্মার্টওয়াচ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -