Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে boAt Extend Talk, এই স্মার্টওয়াচের দাম কত?

boAt Smartwatch: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে boAt Extend Talk- এই স্মার্টওয়াচ। দেখে নিন এই ডিভাইসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন।

প্রতীকী ছবি

1/10
ভারতে লঞ্চ হয়েছে দেশের নিজস্ব কোম্পানির বোটের নতুন স্মার্টওয়াচ। সেখানে রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট। এই স্মার্টওয়াচের দাম এবং অন্যান্য ফিচারগুলি দেখে নিন।
2/10
boAt Extend Talk- বোট কোম্পানির এই নতুন স্মার্টওয়াচটি লঞ্চ হয়েছে দেশে। বোটের এই স্মার্টওয়াচের দাম ২৯৯৯ টাকা।
3/10
অ্যালেক্সার সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। এটি একটি IP68 রেটিং প্রাপ্ত ডিভাইস। এছাড়াও রয়েছে ব্লুটুথ কলিং ফিচার।
4/10
বোটের এই স্মার্টওয়াচে রয়েছে বিভিন্ন স্মার্ট হেলথ ফিচার। তার মধ্যে রয়েছে হার্ট রেট সেনসর, একটি SpO2 মনিটর এবং একটি VO2 Max মনিটর।
5/10
এছাড়াও বোটের এই স্মার্টওয়াচ ইউজারের স্টেপ ট্র্যাকার হিসেবে কাজ করে। সেই সঙ্গে ক্যালোরি ট্র্যাকার ফিচারও রয়েছে এই স্মার্টওয়াচে।
6/10
৬০- এর বেশি স্পোর্টস মোড রয়েছে বোটের এই স্মার্টওয়াচে। এর পাশাপাশি রয়েছে একটি অটো ওয়ার্ক আউট ডিটেকশন ফিচার।
7/10
কবার চার্জ দিলে এই স্মার্টওয়াচে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে যদি না ব্লুটুথ কলিং ফিচার অন করা হয়। আর এই ফিচার অন করা হলে ২ দিনের ব্যাটারি লাইফ পাওয়া সম্ভব।
8/10
১৫০-র বেশি ওয়াচ ফেসের সুবিধা থাকছে বোটের এই নতুন স্মার্টওয়াচে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৩০০ এমএএইচ ব্যাটারি।
9/10
একটি আয়তাকার ডায়াল রয়েছে বোট Xtend Talk স্মার্টওয়াচে। ডানদিনের সাইডে রয়েছে একটি বাটন। ১.৬৯ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে, যেখানে রয়েছে এইচডি রেজোলিউশন।
10/10
ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। পিচ ব্ল্যাক, চেরি ব্লসম এবং টিম গ্রিন- এই তিন রঙে লঞ্চ হয়েছে বোটের Xtend Talk স্মার্টওয়াচ।
Sponsored Links by Taboola