বাজেট স্মার্টফোন Lava Yuva Pro লঞ্চ হয়েছে ভারতে, দাম কত
ভারতে লঞ্চ হয়েছে বাজেট সেগমেন্টের ফোন Lava Yuva Pro। ইতিমধ্যেই ভারতে বেশ কয়েকটি সংস্থা বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। ‘লাভা’ সংস্থাও এর আগে ভারতে বাজেট ফোন লঞ্চ করেছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘লাভা’ সংস্থার এই বাজেট ফোনের ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ৭৯৯৯ টাকা। এই একটিই ভ্যারিয়েন্টে দেশে লঞ্চ হয়েছে Lava Yuva Pro ফোন।
মেটালিক ব্ল্যাক, মেটালিক ব্লু এবং মেটালিক গ্রে- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Lava Yuva Pro। বর্তমানে ভারতে কেবলমাত্র ‘লাভা’ সংস্থার ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে।
নতুন ফোন Lava Yuva Pro- তে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।
এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট করা রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে।
Lava Yuva Pro ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে এই ফোনে ৩২০ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে বলে দাবি করেছে’লাভা’ সংস্থা। ১০ ওয়াটের চার্জিং ফিচার রয়েছে এই ফোনে।
ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট। এই ফোনে ৬.৫১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। একটি HD+ IPS ডিসপ্লে রয়েছে এই ফোনে। তার উপর রয়েছে গোরিলা গ্লাস প্রোটেকশন।
ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে LED ফ্ল্যাশ। একাধিক ক্যামেরা মোড এবং ফিল্টারের অপশন রয়েছে এই ফোনের রেয়ার ক্যামেরা সেনসর। HDR, portrait, beauty, night, GIF, time-lapse photography- এইসব ফিচার দেখা যাবে Lava Yuva Pro ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে।
এই ফোনে একটি ৪জি কানেক্টিভিটি যুক্ত ফোন। ব্লুটুথ ভি৫ এবং এফএম রেডিওর সঙ্গে এই ফোনে রয়েছে ওয়াই-ফাই সাপোর্ট।
টাইপ- সি ইউএসবি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। এই ফোনে ফেস আনলক ফিচার এবং ফিঙ্গারপ্রিন্ট সেনসরের সাপোর্টও রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -