Budget Smartphone:৬০০০ টাকার বাজেটেই দারুণ স্মার্টফোন, জেনে নিন কী কী ফিচার আছে মডেলগুলিতে
Itel A48: 2 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল মেমরি রয়েছে এই ফোনে। ফোনে পাবেন 6.1 ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের পিছনে ও সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের পাওয়ারের জন্য এতে দেওয়া হয়েছে 3000mAH ব্যাটারি। Flipkart-এ এর দাম 6085 টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppKARBONN Vue 1 : 1 জিবি র্যামের সঙ্গে ফোনে রয়েছে 8 জিবি ইন্টারনাল মেমরি। ফোনে পাবেন 5.3 ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের পিছনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে পাওয়ারের জন্য এতে 2300mAH এর ব্যাটারি দেওয়া হয়েছে। Flipkart-এ এর দাম 5889 টাকা।
Micromax iOne: এই ফোনে 2 জিবি র্যামের সঙ্গে পাবেন 16 জিবি ইন্টারনাল মেমরি। এতে রয়েছে 5.45 ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের পিছনে ও সামনে একটি করে 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে রয়েছে 2200mAH এর ব্যাটারি। Flipkart-এই ফোনের দাম 5999 টাকা।
Infocus A2: এতে 2 জিবি র্যামের সঙ্গে পাবেন 16 জিবি ইন্টারনাল মেমরি। ফোনে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। ফোনের পিছনে ও সামনে একটি করে 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে রয়েছে 2400mAH এর ব্যাটারি। Flipkart-এ এর দাম 5999 টাকা।
YU Yunique 2 Plus: এই ফোনে 3 জিবি র্যামের সঙ্গে 16 জিবি ইন্টারনাল মেমরি রয়েছে। এতে পাবেন ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। ফোনের পিছনে একটি 13-মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে একটি 5-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে পাওয়ার জন্য এতে 2500mAH ব্যাটারি দিয়েছে কোম্পানি। Flipkart-এ এর দাম 5999 টাকা।
SAMSUNG M01 core: ফোনে 2 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল মেমরি রয়েছে।5.3 ইঞ্চি HD ডিসপ্লে রয়েছে ফোনে। এর পিছনে 8 মেগাপিক্সেল ও সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে পাওয়ারের জন্য এতে 3000mAH ব্যাটারি দিয়েছে কোম্পানি। Flipkart-এ এর দাম 5999 টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -