Budget Smartphone: ৪জিবি র্যামের সঙ্গে দারুণ ফিচার, দেখে নিন ১০ হাজারের বাজেট স্মার্টফোন
Motorola E7 Power:এই স্মার্টফোনে 4 GB RAM এর সঙ্গে 64 GB ইন্টারনাল মেমরি রয়েছে। এই ফোনে 6.51 ইঞ্চি ডিসপ্লে দিয়েছে কোম্পানি। ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। Amazon-এ এর দাম 9529 টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppRedmi 9 Activ: 4 GB RAM এর সঙ্গে 64 GB ইন্টারনাল মেমরি রয়েছে এই ডিভাইসে। এই ফোনে 6.53 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। Amazon-এ এর দাম 9999 টাকা।
Tecno Spark 8T:এই স্মার্টফোনে 7 গিগাবাইট পর্যন্ত র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি রয়েছে। ফোনে 6.6 ইঞ্চি ডিসপ্লে পাবেন। মোবাইলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। ফোনে 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন ক্রেতা। Amazon-এ এর দাম 9999 টাকা।
Infinix Hot 11S: এই স্মার্টফোনটিতে 4 GB RAM এর সঙ্গে 64 GB ইন্টারনাল মেমরি রয়েছে। এই ফোনে একটি 6.78 ইঞ্চি ডিসপ্লে দিয়েছে কোম্পানি। ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফোনে। Flipkart-এ এর দাম 9999 টাকা।
realme narzo 50i: 4 GB RAM এর সঙ্গে 64 GB ইন্টারনাল মেমরি রয়েছে ফোনে। এতে 6.5 ইঞ্চির ডিসপ্লে দিয়েছে কোম্পানি। ফোনে 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেন্সর। Flipkart-এ এর দাম 8999 টাকা।
POCO C31:এই স্মার্টফোনে 4 GB RAM এর সঙ্গে 64 GB ইন্টারনাল মেমরি রয়েছে। এই ফোনে 6.53 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। Flipkart-এ এর দাম 9499 টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -