Car Shape Mobile: গাড়ি, পেনের ডিজাইনে পাবেন ফোন, জেনে নিন দাম কত এই গ্যাজেটগুলির

Snexian_Rock

1/6
Ikall K80: এই ফোনের ডিজাইন একটি পেনের মতো। এটি একটি 0.96-ইঞ্চি ডিসপ্লে সহ পাওয়া যায়। এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 8GB পর্যন্ত বাড়ানো যেতে পারে। ফোনে ফ্ল্যাশলাইট সহ একটি রেয়ার ক্যামেরা রয়েছে। Amazon-এ এর দাম 1699 টাকা।
2/6
Kechaoda K10:ছোট আকারের কারণে এই ফোনটিকে ফিঙ্গার ফোনও বলা হয়। ডিভাইসটি কবেল সিঙ্গল সিম সাপোর্ট করে। ফোনে পাবেন একটি 0.66-ইঞ্চি ডিসপ্লে। ফোনে পাবেন একটি ছোট 300mAh-এর ব্যাটারি প্যাক। Amazon-এ এর দাম 1099 টাকা।
3/6
Galaxy Star Mini: এই ডুয়াল সিম ফোন সব 4G নেটওয়ার্ক সাপোর্ট করে। লাল রঙের এই ফিচার ফোনটিতে একটি 350mAH ব্যাটারি রয়েছে, যা 3-4 দিন স্থায়ী হয় বলে দাবি করে কোম্পানি। এটি 500টি কনট্যাক্টস ও 100টি বার্তা সংরক্ষণ করতে পারে। Amazon-এ এর দাম 2299 টাকা।
4/6
Kechaoda:কেচাওদার এই ডুয়াল সিম ফোনটি ক্রেডিট কার্ডের মতোই দেখতে। এটি ব্লুটুথের মাধ্যমে আপনার প্রাথমিক স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যেতে পারে। ডিভাইসটির ওজন মাত্র 90 গ্রাম। এটি মাল্টিমিডিয়া প্লে সাপোর্ট করে। Amazon-এ এর দাম 2299 টাকা।
5/6
Quick Shel Flip Mobile Phone: এতে রয়েছে 1.55 ইঞ্চি TFT LCD ডিসপ্লে। এটি ইংরেজি, রাশিয়ান, আরবি, পর্তুগিজ A অন্যান্য 22টি ভাষা সাপোর্ট করে। এই ফিচার ফোনটি দেখতে অনেকটা গাড়ির চাবির মতো। মোবাইল ফোনটির ডেটা সহজে শেয়ার করার জন্য এতে রয়েছে ব্লুটুথের মতো বৈশিষ্ট্য। Amazon-এ এর দাম 1425 টাকা।
6/6
Snexian Rock: গাড়ির ডিজাইনের এই ফোনে ডুয়াল স্ট্যান্ডবাই মোডে ডুয়াল সিম কার্ড সাপোর্টে পাওয়া যাচ্ছে। ফিচার ফোনটিতে একটি ক্যামেরা ও MP3 প্লেয়ারও রয়েছে। ডিভাইসটির ওজন 75 গ্রাম ও চার্জার প্যাকেজে দেওয়া হয় না। Amazon-এ এর দাম 1395 টাকা।
Sponsored Links by Taboola