Mobile Phone Charger: সস্তার চার্জারে বড় বিপদ ! ফোনের আসল চার্জার দিয়েই কেন সবসময় চার্জ দেওয়া উচিত ?
Phone Charger: এই কাজে অজান্তেই বিপদ ডেকে আনতে পারেন আপনি। অরিজিনাল চার্জার বিশেষভাবে আপনার ফোনের জন্যই তৈরি। এটি তাই আপনার ফোনে যথাযথ শক্তি সরবরাহ করে, কম-বেশিও হয় না।
কেন সবসময় আসল চার্জার দিয়েই চার্জ দেওয়া উচিত মোবাইল ফোন ?
1/10
নিজের ফোনের চার্জার আনতে ভুলে গিয়ে অন্যের ফোনের চার্জার বা একটা সস্তার চার্জার কিনে তাতে ফোন চার্জ দিচ্ছেন ?
2/10
এই কাজে অজান্তেই বিপদ ডেকে আনতে পারেন আপনি। অরিজিনাল চার্জার বিশেষভাবে আপনার ফোনের জন্যই তৈরি। এটি তাই আপনার ফোনে যথাযথ শক্তি সরবরাহ করে, কম-বেশিও হয় না।
3/10
লোকাল ফোনের চার্জারগুলি আপনার ফোনের জন্য বড় বিপদ। এগুলি সাধারণত ফোনের সঙ্গে মিল খায় না। ভুল ভোল্টেজ বা ওয়াটেজের ফলে ফোন গরম হতে পারে।
4/10
এমনকী স্লো চার্জ হতে পারে বা এর জন্য ফোনের ভিতরের যন্ত্রপাতিও নষ্ট হয়ে যেতে পারে। অরিজিনাল চার্জার ভোল্টেজের কমা-বাড়া সহ্য করতে পারে, শর্ট সার্কিটের মত ঘটনা আটকে দিতে পারে।
5/10
তবে লোকাল চার্জারগুলিতে এই গুরুত্বপূর্ণ সেফটি ফিচারগুলি থাকে কিনা তা পরীক্ষা করে দেখা হয় না। ফলে তা ঝুঁকির কারণ হয়ে ওঠে।
6/10
অরিজিনাল ফোন চার্জার আপনার ফোনের ব্যাটারিকে মসৃণভাবে বিদ্যুৎ সরবরাহ করতে দেয় যাতে ব্যাটারি দীর্ঘস্থায়ী ও নিরাপদ থাকে।
7/10
লোকাল চার্জারগুলি প্রায়ই অসামঞ্জস্যপূর্ণ বিদ্যুৎ প্রবাহকে অনুমতি দেয়। এর ফলেই আপনার ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়।
8/10
আর আপনার ফোন যদি একটি লোকাল অননুমোদিত চার্জারের কারণে নষ্ট হয়ে যায় তাহলে তা ওয়্যার্যান্টির অধীনে আসবে না।
9/10
আর তাই কয়েকশো টাকা বাঁচিয়ে লোকাল চার্জার ব্যবহার করলে একসময় খারাপ হয়ে যাওয়া ফোন সারাতে কয়েক হাজার টাকা বেঁচে যেতে পারে।
10/10
image 10
Published at : 22 Aug 2025 05:07 PM (IST)