Cheapest Smartphone: মিডরেঞ্জ স্মার্টফোন হলেও আছে 8 GB পর্যন্ত RAM, দেখে নিন এই ফোনগুলির তালিকা
Tecno Pova 5G:এই স্মার্টফোনে 8 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরি রয়েছে। এর দাম 1,999 টাকা। এতে একটি 6.9.5 ইঞ্চি ডিসপ্লে পাবেন। ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppMicromax In Note 2: এই স্মার্টফোনটি 4 জিবি র্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি পাবেন। এর দাম 13499 টাকা। এতে একটি 6.43 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন ক্রেতা।
Moto G51 5G: 4 জিবি র্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি সহ পাওয়া যায় এই ফোন। এর দাম 14999 টাকা। এতে একটি 6.8 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন।
Poco M4 Pro 5G: 3টি ভ্যারিয়েন্টে পাওয়া যায় এই ফোন। এতে 4GB/64GB, 6GB/128GB ও 8GB/128GB রয়েছে। তাদের দাম যথাক্রমে 14,999 টাকা, 16,999 টাকা এবং 18,999 টাকা।
Realme Narzo 50:এই স্মার্টফোনটি 2টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এতে 4GB/64GB ও 6GB/128GB রয়েছে ভ্যারিয়েন্ট রয়েছে। 4GB RAM ভ্যারিয়েন্টের দাম 12999 টাকা ও 6GB RAM ভ্যারিয়েন্টের দাম 15499 টাকা রেখেছে কোম্পানি।
Redmi Note 11: এই স্মার্টফোনটি 3টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে 4GB/64GB, 6GB/64GB ও 6GB/128GB ভ্যারিয়েন্ট। তাদের দাম যথাক্রমে 13,499 টাকা, 14,499 টাকা ও 15,999 টাকা।
শোনা যাচ্ছে, মিডরেঞ্জে নতুন নর্ড সিরিজ আনতে চলেছে ওয়ান প্লাস। এই ফোনে বড় ব্যাটারির সঙ্গে 8 জিবি র্যাম অপশন পাওয়া যাবে। যার বেস ভ্যারিয়েন্ট শুরু হতে পারে ১৬,০০০ টাকা থেকে।
এখন নতুন বেশিরভাগ মিডরেঞ্জ ফোনেই ৮ জিবি র্যাম থাকছে। কিছু ক্ষেত্রে ১২ জিবির অপশন দিচ্ছে কোম্পানিগুলি। সেই ক্ষেত্রে অবশ্য দাম কিছুটা বেড়ে যায় এই ক্ষেত্রে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -