Smartphones: আগামী কয়েকদিনের মধ্যেই ভারতে আসছে নজরকাড়া এই স্মার্টফোনগুলি, রইল তালিকা
ওপ্পো সংস্থা ভারতে তাদের 'এ' সিরিজের ফোন (Oppo A Series Phone) লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হতে চলেছে ওপ্পো এ৭৮ ৫জি (Oppo A78 5G) ফোন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্ভবত চলতি মাসেই এই ফোন লঞ্চ হবে দেশে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে শোনা গিয়েছে, ওপ্পো এ৭৮ ৫জি ফোন লঞ্চ হতে পারে আগামী ১৪ জানুয়ারি।
ইতিমধ্যেই এই ফোনের সম্ভাব্য দাম এবং কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ওপ্পো এ৭৭ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে ওপ্পো এ৭৮ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে।
স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি, স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি- এই তিনটি ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে।
আগামী ১৮ জানুয়ারি স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই তিনটি স্মার্টফোন লঞ্চ হতে পারে। স্যামসাং সংস্থা দাবি করেছে, তাদের আসন্ন ফোনগুলিতে অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৫জি, স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি- এই তিন মডেলে এমন ব্যাটারি থাকতে পারে যেখানে দু'দিন ব্যাটারি ব্যাকআপ থাকবে।
ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এক্স৫ প্রো (Poco X5 Pro) স্মার্টফোন। তবে এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, হয়তো জানুয়ারি মাসের শেষ দিকে পোকো কোম্পানির 'এক্স' সিরিজের এই ফোন লঞ্চ হতে পারে।
বলা হচ্ছে, রেডমি নোট ১২ স্পিড এডিশনের (Redmi Note 12 Speed Edition) রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে পোকো এক্স৫ ফোন। শোনা যাচ্ছে, এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর থাকতে পারে।
তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকতে পারে। পোকো এক্স৫ প্রো ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। শোনা যাচ্ছে, রেডমি নোট ১২ স্পিড এডিশনের সঙ্গে পোকো এক্স৫ প্রো মডেলের অনেক মিল থাকার সম্ভাবনা রয়েছে।
ওপ্পো রেনো ৯ নয়, ভারতে লঞ্চ হবে ওপ্পো রেনো ১০ সিরিজ। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে ওপ্পো রেনো ১০ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এই ফোন ভারতে লঞ্চ হবে।
যদিও ওপ্পো সংস্থা এখনও ওপ্পো রেনো ১০ সিরিজের আনুষ্ঠানিক লঞ্চ প্রসঙ্গে কিছু ঘোষণা করেনি। এমনকি এই স্মার্টফোন সিরিজে কী কী ফোন থাকতে পারে সেই ব্যাপারেও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -