Whatsapp Features: হোয়াটসঅ্যাপে আসতে চলেছে একগুচ্ছ নতুন ফিচার, কী কী ফিচার চালু হবে?
হোয়াটসঅ্যাপের গ্রুপে ২৫৬ জনের বেশি সদস্য থাকলে সেই গ্রুপ মিউট করে দেবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অর্থাৎ নোটিফিকেশন পেলেও তার শব্দ পাবেন না ইউজাররা। ছবি সৌজন্য- নিজস্ব চিত্র
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহোয়াটসঅ্যাপের ডু নট ডিস্টার্ব মোডে কোন ফোনকল এলে তা বুঝতে পারবেন ইউজাররা। অর্থাৎ তাঁদের কাছে পৌঁছে যাবে অ্যালার্ট। ছবি সৌজন্য- নিজস্ব চিত্র
হোয়াটসঅ্যাপে আসতে চলেছে কম্পানিয়ন মোড। এই ফিচারের সাহায্যে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো ফোনে ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। ছবি সৌজন্য- নিজস্ব চিত্র
আপাতত হোয়াটসঅ্যাপের এই ফিচারগুলির পরীক্ষা নিরীক্ষা চলছে। বিটা ভার্সানে চলছে টেস্টিং। সব ইউজারদের জন্য এখনও এই ফিচারগুলো চালু হয়নি। তবে তাড়াতাড়িই চালু হওয়ার সম্ভাবয়ান রয়েছে। Image Source- Pexels
অন্যদিকে হোয়াটসঅ্যাপে চালু হয়েছে কমিউনিটি ফিচার। এর সাহায্যে অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ এক জায়গায় রাখা যাবে।Image Source- Pexels
আইওএস, অ্যান্ড্রয়েড এবং হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সানে এই কমিউনিটি ফিচার ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে।Image Source- Pexels
একজন ইউজার একটি কমিউনিটিতে ৫০টি পর্যন্ত গ্রুপ যুক্ত করতে পারবেন। ৫০০০ পর্যন্ত সদস্য সংখ্যা রাখা যাবে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে। Image Source- Pexels
হোয়াটসঅ্যাপ কমিউনিটির জন্য একটি কমিউনিটি Announce গ্রুপ এমনিতেই তৈরি হবে। এখানে কমিউনিটি অ্যাডমিনরা সমস্ত কমিউনিটি সদস্যদের বার্তা পাঠাতে পারবেন। Image Source- Pexels
গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপে একাধিক নতুন ফিচার চালু হয়েছে। যেমন হোয়াটসঅ্যাপ স্টেটাসে এখন ছবি বা ভিডিওর পাশাপাশি অডিও অর্থাৎ ভয়েস নোটও শেয়ার করতে পারেন ইউজাররা। Image Source- Pexels
এছাড়াও হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে একসঙ্গে যুক্ত হতে পারেন ৩২ জন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে একসঙ্গে ১০২৪ জন সদস্য থাকতে পারবেন। Image Source- Pexels
- - - - - - - - - Advertisement - - - - - - - - -