Whatsapp Features: হোয়াটসঅ্যাপে আসতে চলেছে একগুচ্ছ নতুন ফিচার, কী কী ফিচার চালু হবে?

Whatsapp: ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপে চালু হবে বেশ কিছু নতুন ফিচার। সেগুলো কী কী এবং ইউজাররা কী কী সুবিধা পাবেন দেখে নিন একনজরে।

প্রতীকী ছবি

1/10
হোয়াটসঅ্যাপের গ্রুপে ২৫৬ জনের বেশি সদস্য থাকলে সেই গ্রুপ মিউট করে দেবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অর্থাৎ নোটিফিকেশন পেলেও তার শব্দ পাবেন না ইউজাররা। ছবি সৌজন্য- নিজস্ব চিত্র
2/10
হোয়াটসঅ্যাপের ডু নট ডিস্টার্ব মোডে কোন ফোনকল এলে তা বুঝতে পারবেন ইউজাররা। অর্থাৎ তাঁদের কাছে পৌঁছে যাবে অ্যালার্ট। ছবি সৌজন্য- নিজস্ব চিত্র
3/10
হোয়াটসঅ্যাপে আসতে চলেছে কম্পানিয়ন মোড। এই ফিচারের সাহায্যে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো ফোনে ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। ছবি সৌজন্য- নিজস্ব চিত্র
4/10
আপাতত হোয়াটসঅ্যাপের এই ফিচারগুলির পরীক্ষা নিরীক্ষা চলছে। বিটা ভার্সানে চলছে টেস্টিং। সব ইউজারদের জন্য এখনও এই ফিচারগুলো চালু হয়নি। তবে তাড়াতাড়িই চালু হওয়ার সম্ভাবয়ান রয়েছে। Image Source- Pexels
5/10
অন্যদিকে হোয়াটসঅ্যাপে চালু হয়েছে কমিউনিটি ফিচার। এর সাহায্যে অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ এক জায়গায় রাখা যাবে।Image Source- Pexels
6/10
আইওএস, অ্যান্ড্রয়েড এবং হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সানে এই কমিউনিটি ফিচার ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে।Image Source- Pexels
7/10
একজন ইউজার একটি কমিউনিটিতে ৫০টি পর্যন্ত গ্রুপ যুক্ত করতে পারবেন। ৫০০০ পর্যন্ত সদস্য সংখ্যা রাখা যাবে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে। Image Source- Pexels
8/10
হোয়াটসঅ্যাপ কমিউনিটির জন্য একটি কমিউনিটি Announce গ্রুপ এমনিতেই তৈরি হবে। এখানে কমিউনিটি অ্যাডমিনরা সমস্ত কমিউনিটি সদস্যদের বার্তা পাঠাতে পারবেন। Image Source- Pexels
9/10
গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপে একাধিক নতুন ফিচার চালু হয়েছে। যেমন হোয়াটসঅ্যাপ স্টেটাসে এখন ছবি বা ভিডিওর পাশাপাশি অডিও অর্থাৎ ভয়েস নোটও শেয়ার করতে পারেন ইউজাররা। Image Source- Pexels
10/10
এছাড়াও হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে একসঙ্গে যুক্ত হতে পারেন ৩২ জন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে একসঙ্গে ১০২৪ জন সদস্য থাকতে পারবেন। Image Source- Pexels
Sponsored Links by Taboola