আপনার ফোন নম্বর কি হ্যাকারদের হাতে ? কীভাবে সুরক্ষিত রাখবেন তথ্য ?
মাত্র ১০ বছরের মধ্যেই বদলে গিয়েছে পরিস্থিতি। ডিজিটাল ইন্ডিয়ায় আর্থিক লেনদেনের সঙ্গে বেড়েছে প্রতারণার ঘটনা। প্রযুক্তির পরিধি যে গতিতে বাড়ছে, একই গতিতে বেড়েছে সাইবার হামলার হুমকিও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরিপোর্ট বলছে,২০২২ সালের অক্টোবর থেকে দেশে নয়জন ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারী প্রতি মিনিটে ডেটা হ্যাকিংয়ের মুখোমুখি হয়েছেন। পরিসংখ্য়ান বলছে, সাইবার হামলার তুলনায় আমেরিকা ও রাশিয়া ভারতের থেকে এগিয়ে।
সাইবার হামলা সংক্রান্ত একটি রিপোর্ট বলছে,২০০৪ সাল থেকে আমেরিকা ২৪৬ কোটি অ্যাকাউন্টে, রাশিয়ায় ২২৫ কোটি ও ভারতে ২৬.৫ কোটি অ্যাকাউন্টে ডেটা হ্যাকিংয়ের মুখোমুখি হয়েছে।
এর পাশাপাশি ভারতও বেশি ডেটা ফাঁসের দেশগুলির তালিকায় শীর্ষ ৫-এ রয়েছে। গবেষণা বলছে,ভারতে ১৪.৩ কোটি পাসওয়ার্ড ফাঁস, ৭.৩ কোটি নাম ও ৭.৯ কোটি ফোন নম্বর ফাঁসের ঘটনা ঘটেছে। অন্তত গবেষণার রিপোর্ট সেই কথা বলছে।
১ সাইবার হাম থেকে বাঁচতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে অবশ্যই ডেটার একটি ব্যাকআপ রাখতে হবে। ২ আপনার কম্পিউটারে ভাল অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার বা ফায়ারওয়াল ব্যবহার করুন। এছাড়াও,সময়ে সময়ে কম্পিউটার স্ক্যান করতে থাকুন।
৩ যেকোনও ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করার আগে ওয়েবসাইটের সত্যতা যাচাই করে নিন। ৪ সর্বদা আপনার লগইন পাসওয়ার্ড আরও জোরদার করুন। যা সহজে অনুমান করা যায় না। এছাড়াও,অ্যাকাউন্ট পাসওয়ার্ডে জন্ম তারিখ,নাম,ঠিকানা বা সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করা এড়িয়ে চলুন।
৫ সংখ্যা, অক্ষর ও চিহ্ণ দিয়ে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড তৈরি করুন। যার মধ্যে বড় অক্ষরের পাশাপাশি অঙ্ক, বিশেষ অক্ষর অন্তর্ভুক্ত করুন। ৬ কোনও ওয়েবসাইটে আপনার তথ্য যেমন ইমেল আইডি, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড বা ব্যাঙ্কের বিবরণ শেয়ার করবেন না।
৭ অজানা বা অনিরাপদ ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করা এড়িয়ে চলুন। ৮ সব সময় আপনার সিস্টেমকে সাম্প্রতিক আপডেট করতে থাকুন।
৯ অজানা ইমেল ও স্প্যাম বার্তা (যেমন অনলাইন লটারি, জ্যাকপট, বাম্পার-ড্র) খোলা থেকে বিরত থাকুন। ১০ পাবলিক ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -