আপনার ফোন নম্বর কি হ্যাকারদের হাতে ? কীভাবে সুরক্ষিত রাখবেন তথ্য ?

Tech Tips: মাত্র ১০ বছরের মধ্যেই বদলে গিয়েছে পরিস্থিতি। ডিজিটাল ইন্ডিয়ায় আর্থিক লেনদেনের সঙ্গে বেড়েছে প্রতারণার ঘটনা।

Cyber Attacks

1/9
মাত্র ১০ বছরের মধ্যেই বদলে গিয়েছে পরিস্থিতি। ডিজিটাল ইন্ডিয়ায় আর্থিক লেনদেনের সঙ্গে বেড়েছে প্রতারণার ঘটনা। প্রযুক্তির পরিধি যে গতিতে বাড়ছে, একই গতিতে বেড়েছে সাইবার হামলার হুমকিও।
2/9
রিপোর্ট বলছে,২০২২ সালের অক্টোবর থেকে দেশে নয়জন ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারী প্রতি মিনিটে ডেটা হ্যাকিংয়ের মুখোমুখি হয়েছেন। পরিসংখ্য়ান বলছে, সাইবার হামলার তুলনায় আমেরিকা ও রাশিয়া ভারতের থেকে এগিয়ে।
3/9
সাইবার হামলা সংক্রান্ত একটি রিপোর্ট বলছে,২০০৪ সাল থেকে আমেরিকা ২৪৬ কোটি অ্যাকাউন্টে, রাশিয়ায় ২২৫ কোটি ও ভারতে ২৬.৫ কোটি অ্যাকাউন্টে ডেটা হ্যাকিংয়ের মুখোমুখি হয়েছে।
4/9
এর পাশাপাশি ভারতও বেশি ডেটা ফাঁসের দেশগুলির তালিকায় শীর্ষ ৫-এ রয়েছে। গবেষণা বলছে,ভারতে ১৪.৩ কোটি পাসওয়ার্ড ফাঁস, ৭.৩ কোটি নাম ও ৭.৯ কোটি ফোন নম্বর ফাঁসের ঘটনা ঘটেছে। অন্তত গবেষণার রিপোর্ট সেই কথা বলছে।
5/9
১ সাইবার হাম থেকে বাঁচতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে অবশ্যই ডেটার একটি ব্যাকআপ রাখতে হবে। ২ আপনার কম্পিউটারে ভাল অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার বা ফায়ারওয়াল ব্যবহার করুন। এছাড়াও,সময়ে সময়ে কম্পিউটার স্ক্যান করতে থাকুন।
6/9
৩ যেকোনও ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করার আগে ওয়েবসাইটের সত্যতা যাচাই করে নিন। ৪ সর্বদা আপনার লগইন পাসওয়ার্ড আরও জোরদার করুন। যা সহজে অনুমান করা যায় না। এছাড়াও,অ্যাকাউন্ট পাসওয়ার্ডে জন্ম তারিখ,নাম,ঠিকানা বা সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করা এড়িয়ে চলুন।
7/9
৫ সংখ্যা, অক্ষর ও চিহ্ণ দিয়ে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড তৈরি করুন। যার মধ্যে বড় অক্ষরের পাশাপাশি অঙ্ক, বিশেষ অক্ষর অন্তর্ভুক্ত করুন। ৬ কোনও ওয়েবসাইটে আপনার তথ্য যেমন ইমেল আইডি, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড বা ব্যাঙ্কের বিবরণ শেয়ার করবেন না।
8/9
৭ অজানা বা অনিরাপদ ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করা এড়িয়ে চলুন। ৮ সব সময় আপনার সিস্টেমকে সাম্প্রতিক আপডেট করতে থাকুন।
9/9
৯ অজানা ইমেল ও স্প্যাম বার্তা (যেমন অনলাইন লটারি, জ্যাকপট, বাম্পার-ড্র) খোলা থেকে বিরত থাকুন। ১০ পাবলিক ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করবেন না।
Sponsored Links by Taboola