Digital Arrest: ডিজিটাল অ্যারেস্ট জালিয়াতি বাড়ছে দেশে, কীভাবে বাঁচবেন ? জানালেন মোদি

Digital Security: দেশে ক্রমে বেড়েই চলেছে ডিজিটাল অ্যারেস্ট, সাইবার জালিয়াতির মাত্রা। বহু টাকা খোয়াচ্ছেন দেশের মানুষ। পুলিশ সেজে ভিডিয়ো কলে গ্রেফতারির ভয় দেখিয়ে টাকা লুট করছে জালিয়াতরা।

ডিজিটাল অ্যারেস্ট থেকে বাঁচার উপায় কী ?

1/10
দেশে ক্রমে বেড়েই চলেছে ডিজিটাল অ্যারেস্ট, সাইবার জালিয়াতির মাত্রা। বহু টাকা খোয়াচ্ছেন দেশের মানুষ।
2/10
পুলিশের উর্দি পড়ে পুলিশ সেজে ভিডিয়ো কলের ওপারে থেকে আধার নম্বর ওটিপি জেনে একপ্রকার গ্রেফতারি ভয় দেখিয়ে টাকা লুট করছে জালিয়াতরা।
3/10
রবিবার ২৭ অক্টোবর 'মন কি বাত' অনুষ্ঠানে এদিন দেশের মানুষদের উদ্দেশ্যে ডিজিটাল সুরক্ষার কিছু গুরুত্বপূর্ণ উপায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
4/10
মোদি বলেন, অধিকাংশ সময়ে জালিয়াতরা কোনো নাগরিককে ফোন করেন এবং পুলিশ বা ভুয়ো সিবিআই আধিকারিক সেজে গ্রেফতারির ভয় দেখান, মিথ্যা মামলা সাজিয়ে টাকা লুট করেন।
5/10
এই ডিজিটাল অ্যারেস্টে টাকা লুট থেকে বাঁচাতে প্রথমেই ভয় পাওয়া যাবে না। ঠান্ডা মাথায় পুরো ঘটনার স্ক্রিনশট বা রেকর্ডিং করতে হবে পারলে। কখনই ব্যক্তিগত তথ্য জানানো যাবে না।
6/10
মনে রাখতে হবে কোনো সরকারি এজেন্সি এভাবে ফোনে কাউকে হুমকি দেবে না। ভিডিও কলেও কোনো সংস্থা এভাবে টাকা চাইবে না বা ব্যক্তিগত তথ্য জানতে চাইবে না।
7/10
মোদি বলেন এই ঘটনা ঘটলে তৎক্ষণাৎ ন্যাশনাল সাইবার হেল্পলাইন নম্বর ১৯৩০-তে ফোন করতে হবে বা cybercrime.gov.in ওয়েবসাইটে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ জানাতে হবে।
8/10
কোনো তদন্তকারী এজেন্সি এভাবে কাউকে ভিডিয়ো কলে তদন্ত করে না, জেরাও করে না বা টাকা চাওয়ার কথা বলে না।
9/10
নরেন্দ্র মোদি এই প্রসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ মাথায় রাখতে বলেন, Stop, Think এবং তারপরেই Action।
10/10
পরিসংখ্যান বলছে ২০২৪ সালের প্রথম তিন মাসের মধ্যেই ডিজিটাল অ্যারেস্ট সহ আরও নানা সাইবার জালিয়াতিতে ১২০ কোটি টাকা খুইয়েছেন ভারতীয়রা।
Sponsored Links by Taboola