New updates for WhatsApp: এবার থেকে হোয়াটসঅ্যাপে সেভ রাখা যাবে ডিসঅ্যাপিয়ারিং মেসেজও, পদ্ধতি জানালেন জুকেরবার্গ
ডিস অ্যাপিয়ারিং মেসেজ।হোয়াটস অ্যাপে অনেকেই এই ফিচার ব্যবহার করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপনি যদি চান আপনার পাঠানো কোনও মেসেজ নির্দিষ্ট সময়ের পর নিজে থেকেই ডিলিট হয়ে যাক, তাহলে এই ফিচার ব্যবহার করা যেতে পারে।
এক্ষেত্রে চাইলেও সেই সময় পেরিয়ে গেলে আর হাপিস হয়ে যাওয়া বার্তাটি রিসিভার পড়তে পারতেন না। আসলে এই মেসেজ গুলির একটি এক্সপায়ারি ডেট থাকে।
এবার ধরুন এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজগুলির মধ্যে কোনওটি আপনি নিজের কাছে সেভ রাখতে চান, তাহলে সেই উপায়ও আনছে হোয়াটসঅ্যাপ।
ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ এই বার্তা শেয়ার করেছেন। তাতে তিনি জানিয়েছেন কীভাবে সেভ রাখতে পারেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ।
কোনও ডিসঅ্যাপিয়ারিং মেসেজের উপর গিয়ে একটু বেশি সময় ট্যাপ করতে হবে। তাতে সেভ রাখার অপশন আসবে।
সে সময় প্রেরক একটি বার্তা পাবেন যে, রিসিভার মেসেজটি সেভ রাখতে চান। তিনি অনুমতি দিলে তবেই সেভ রাখা যাবে সেই মেসেজ।
এতদিন এই ধরনের মেসেজ সেভ রাখা যেত না। এখন তা রাখা যাবে বলে বার্তা দিয়েছেন জুকেরবার্গ।
যে কেউ নিজের চ্যাটে এই অপশন অন করতে পারেন। আর কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্ষেত্রে অ্যাডমিন এই সিদ্ধান্ত নিতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -