New updates for WhatsApp: এবার থেকে হোয়াটসঅ্যাপে সেভ রাখা যাবে ডিসঅ্যাপিয়ারিং মেসেজও, পদ্ধতি জানালেন জুকেরবার্গ

New updates for WhatsApp: এবার থেকে হোয়াটসঅ্যাপে সেভ রাখা যাবে ডিসঅ্যাপিয়ারিং মেসেজও, পদ্ধতি জানালেন জুকেরবার্গ

1/9
ডিস অ্যাপিয়ারিং মেসেজ।হোয়াটস অ্যাপে অনেকেই এই ফিচার ব্যবহার করেন।
2/9
আপনি যদি চান আপনার পাঠানো কোনও মেসেজ নির্দিষ্ট সময়ের পর নিজে থেকেই ডিলিট হয়ে যাক, তাহলে এই ফিচার ব্যবহার করা যেতে পারে।
3/9
এক্ষেত্রে চাইলেও সেই সময় পেরিয়ে গেলে আর হাপিস হয়ে যাওয়া বার্তাটি রিসিভার পড়তে পারতেন না। আসলে এই মেসেজ গুলির একটি এক্সপায়ারি ডেট থাকে।
4/9
এবার ধরুন এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজগুলির মধ্যে কোনওটি আপনি নিজের কাছে সেভ রাখতে চান, তাহলে সেই উপায়ও আনছে হোয়াটসঅ্যাপ।
5/9
ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ এই বার্তা শেয়ার করেছেন। তাতে তিনি জানিয়েছেন কীভাবে সেভ রাখতে পারেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ।
6/9
কোনও ডিসঅ্যাপিয়ারিং মেসেজের উপর গিয়ে একটু বেশি সময় ট্যাপ করতে হবে। তাতে সেভ রাখার অপশন আসবে।
7/9
সে সময় প্রেরক একটি বার্তা পাবেন যে, রিসিভার মেসেজটি সেভ রাখতে চান। তিনি অনুমতি দিলে তবেই সেভ রাখা যাবে সেই মেসেজ।
8/9
এতদিন এই ধরনের মেসেজ সেভ রাখা যেত না। এখন তা রাখা যাবে বলে বার্তা দিয়েছেন জুকেরবার্গ।
9/9
যে কেউ নিজের চ্যাটে এই অপশন অন করতে পারেন। আর কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্ষেত্রে অ্যাডমিন এই সিদ্ধান্ত নিতে পারেন।
Sponsored Links by Taboola