Elon Musk: ট্যুইটারের নতুন সিইও খুঁজছেন ইলন মাস্ক! সাম্প্রতিক রিপোর্টে চাঞ্চল্য
ট্যুইটারের নতুন সিইও খুঁজছেন ইলন মাস্ক? তাহলে কি সিইও পদ থেকে সরছেন তিনি? জল্পনা তুঙ্গে। যদিও খোলসা করে ইলন মাস্ক কিছু ঘোষণা করেননি। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, জোরকদমে ট্যুইটারের নতুন সিইও খোঁজার কাজ শুরু করে দিয়েছেন ইলন মাস্ক। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই ট্যুইটারে একটি Poll অর্থাৎ ভোট করেছিলেন তিনি। সেখানে ইলন মাস্ক ইউজারদের জিজ্ঞেস করেছিলেন তাঁর সিইও পদ থেকে সরে দাঁড়ানো উচিত কিনা। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
এই Poll- এর ক্ষেত্রে প্রায় ১০ মিলিয়ন ইউজার সম্মতি জানিয়েছেন, অর্থাৎ তাঁদের মতে ট্যুইটারের সিইও পদ থেকে ইলন মাস্কের সরে দাঁড়ানো উচিত। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
এরপরেই একটি ট্যুইটে মাস্ক লিখেছেন, এই চাকরি নেওয়ার মতো বোকা কাউকে পেলেই তিনি সিইও পদ থেকে সরে যাবেন। তারপর শুধুমাত্র সফটওয়ার এবং সার্ভার দল চালাবেন। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
এও শোনা গিয়েছে যে, ট্যুইটারে এই Poll বা ভোট করার আগে থেকেই নাকি ট্যুইটারের নতুন সিইও খোঁজার কাজ চালু হয়েছে। তবে এখনও ট্যুইটারের সিইও পদ থেকে পদত্যাগ করেননি ইলন মাস্ক। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। হয়েছেন জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের নতুন সিইও। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
তারপর থেকেই একাধিক পরিবর্তন হয়েছে ট্যুইটারে। প্রথমে কর্মী ছাঁটাই দিয়ে শুরু হয়েছিল। ব্যাপক হারে কর্মী ছাঁটাই হয়েছে ট্যুইটারে। বাদ যাননি উদ্দপদস্থ কর্তারাও। এরপর ট্যুইটারের একাধিক নিয়ম কানুনেও এসেছে পরিবর্তন। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার 'ফ্রিডম অফ স্পিচ' অর্থাৎ বাক-স্বাধীনতার কথা বলেছেন। অথচ একাধিক অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ছবি সূত্র- পিক্সেলস।
একাধিক নতুন ফিচারও চালু হয়েছে ট্যুইটারে। যেমন চালু হয়েছে ব্লু টিক সাবস্ক্রিপশন। অর্থাৎ টাকার বিনিময়ে ইউজাররা ব্লু টিক কিনতে পারবেন। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -