Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Twitter: ট্যুইটারে একটাও বিজ্ঞাপন দেখতে হবে না, আসছে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান
ইলন মাস্ক (Elon Musk) ট্যুইটারের মালিকানা নেওয়ার পর থেকেই একের পর এক পরিবর্তন চলছে এই মাইক্রোব্লগিং মাধ্যমে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইতিমধ্যেই ট্যুইটারে ব্লু সাবস্ক্রিপশন (Blue Subscription) চালু হয়েছে। অর্থাৎ এখন টাকার বিনিময়ে ইউজাররা ব্লু টিক কেনার সুযোগ পাবেন।
তার ফলে সব ইউজারদের কাছেই ভেরিফায়েড অ্যাকাউন্ট পাওয়ার সুবিধা থাকছে। তবে এবার আরও বেশি খরচের ব্লু সাবস্ক্রিপশন চালু হতে চলেছে ট্যুইটারে।
সম্প্রতি এমনই আভাস পাওয়া গিয়েছে। ইলন মাস্ক জানিয়েছেন, ট্যুইটারে যেসব ইউজার এই বেশি মূল্যের ব্লু সাবস্ক্রিপশন নেবেন তাঁরা zero ads- এর সুবিধা পাবেন।
অর্থাৎ ট্যুইটারের মধ্যে কোনও বিজ্ঞাপন দেখতে হবে না ওই ইউজারদের। তবে ট্যুইটারের এই নতুন প্ল্যান কবে চালু হবে, ইউজাররা zero ads ছাড়া আর কী কী সুবিধা পাবেন, কোনও কিছুই এখনও সঠিক ভাবে জানা যায়নি।
শুধুমাত্র ইলন মাস্ক নিজের ট্যুইটে ইঙ্গিত দিয়েছেন যে আগামী দিনে আরও বেশি খরচের ব্লু সাবস্ক্রিপশন আসতে চলেছে ট্যুইটার।
এর আগে গতবছর ডিসেম্বর মাসে মাস্ক ঘোষণা করেছিলেন যে ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশন চালু হলে ইউজাররা ফিডের মধ্যে আগের তুলনায় অর্ধেক বিজ্ঞাপন দেখতে পাবেন।
আর এই ফিচারে কোনও বিজ্ঞাপন দেখা না যাওয়ার আভাসও দিয়েছিলেন ইলন মাস্ক। no advertisements ভিত্তিতেও চালু হবে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালেই চালু হবে এই ফোন।
ফের কর্মী ছাঁটাই হতে পারে ট্যুইটারে (Twitter)। সম্প্রতি এমনই আশঙ্কার কথা শোনা যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও কিছু কর্মীকে ট্যুইটার থেকে ছাঁটাই (Layoffs) করা হতে পারে।
শোনা যাচ্ছে, প্রোডাক্ট ডিভিশন থেকে কর্মী ছাঁটাই হতে পারে এবার। অন্যান্য বেশ কিছু বিভাগের উপরেও কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়বে বলে অনুমান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -