Elon Musk: মাঝরাতে ইমেল করে কর্মীদের কী বার্তা দিলেন এলন মাস্ক?
ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই আজব সব কাণ্ড-কারখানা করছেন এলন মাস্ক। এবার মাঝরাতে কর্মীদের ইমেল পাঠিয়েছেন ট্যুইটারের নতুন মালিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসূত্রের খবর, রাত আড়াইটের সময় অর্থাত২ ট ৩০মিনিটে কর্মীদের ইমেল পাঠিয়েছেন এলন মাস্ক। কী বার্তা দেওয়া হয়েছে ওই ইমেলের মাধ্যমে সেটাও প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে, কর্মীদের অফিসে এসে কাজ করার কথা স্মরণ করিয়েছেন এলন মাস্ক। ইমেলে বলা হয়েছে অফিসে এসে কাজ করার বিষয়টি 'অপশন' নয়।
অর্থাৎ কর্মীদের অফিসে এসেই কাজ করার কথা বলা হয়েছে। কিন্তু হঠাৎ কেন এমন বার্তা দিলেন এলন মাস্ক?
জানা গিয়েছে, সম্প্রতি একদিন ট্যুইটারের সানফ্রান্সিসকোর অফিস প্রায় অর্ধেক খালি ছিল। সেকথাই এলন মাস্কের কাছে পৌঁছনোর পর তিনি ইমেলের মাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন। অফিসে এসে কর্মীদের কাজ করতে বলা হয়েছে।
শুধু এলন মাস্ক নন, ট্যুইটারের পাশাপাশি অফিসে এসে কাজ করার বিষয়টিকে গুরুত্ব দিয়েছে আরও অনেক সংস্থা। ওয়ার্ক ফ্রম হোমের তুলনায় ওয়ার্ক ফ্রম অফিসের ধারণাতেই আস্থা রাখছে অনেক সংস্থা।
এর আগে অ্যামাজন সংস্থাও কর্মীদের অন্তত তিনদিন অফিসে এসে কাজ করার কথা বলেছে। অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি একথা ঘোষণা করেছিলেন।
সম্প্রতি সেই পথেই হেঁটেছে অ্যাপেল কর্তৃপক্ষও। বিশ্বজুড়ে এই কর্মী ছাঁটাইয়ের বাজারেও অ্যাপেলে কর্মী ছাঁটাই হয়নি। কিন্তু সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কর্মীদের কাজ করার বার্তা দিয়েছে অ্যাপেল কর্তৃপক্ষ। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা।
কিছুদিন আগে ওয়ার্ক ফ্রম হোম বা রিমোট ওয়ার্কারদের কাজের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মেটা'র সিইও মার্ক জুকেরবার্গ। বাড়ি থেকে যাঁরা কাজ করেন তাঁদের তুলনায় অফিসে বসে কাজ করা কর্মীরা দক্ষ বলে দাবি করেছিলেন তিনি।
ট্যুইটারের সিইও হওয়ার পর থেকে একাধিক বদল ঘটিয়েছেন এলন মাস্ক। সেই সঙ্গে প্রথমেই একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই করে সংস্থার ওয়ার্ক ফোর্স ৫০ শতাংশ কমিয়ে দিয়েছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -