Twitter: আরও দীর্ঘ ট্যুইট করতে পারবেন ইউজাররা, বাড়ছে ক্যারেক্টার লিমিট, বড় সিদ্ধান্ত এলন মাস্কের
ইউজারদের সুবিধায় ইলন মাস্ক নতুন কিছু ফিচার আনতে চলেছেন ট্যুইটারে। একনজরে দেখে নেওয়া যাক ট্যুইটারে কী কী ফিচার যুক্ত হতে চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার আগের থেকে আরও বড় পোস্ট করতে পারবেন ট্যুইটারে। খোদ এই বিষয়ে জানিয়েছেন, মাইক্রো ব্লগিং সাইটের সিইও এলন মাস্ক।
এবার ট্যুইটারে ২৮০ ক্যারেক্টার লিখতে পারবেন ব্যবহারকারীরা। স্বাভাবিকভাবেই যাতে সুবিধা হবে মাইক্রো ব্লগিং সাইটের ইউজারদের।
দায়িত্ব নেওয়ার পর থেকেই টুইটারের প্রতিনিয়ত নিত্য নতুন ঘোষণা করেছেন ট্যুইটারের সিইও এলন মাস্ক। টুইটারের সিইও ইলন মাস্ক সোমবার জানিয়েছেন, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম শীঘ্রই 'লংফর্ম টুইট' ১০ হাজার অক্ষরে নিয়ে যেতে চান তিনি।
সম্প্রতি এক YouTuber একটি কোডিং-সম্পর্কিত ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তিনি ট্যুইটারের নতুন আপডেটের বিষয়ে মাস্ককে প্রশ্ন করেন। সেখানেই মাস্ক জানান, শীঘ্রই ১০ হাজার অক্ষরের লংফর্ম পোস্ট করা যাবে ট্যুইটারে।
গত মাসেই কোম্পানি ঘোষণা করে, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্লু গ্রাহকরা প্ল্যাটফর্মে ৪ হাজার অক্ষর পর্যন্ত ট্যুইট পোস্ট করতে পারবে।
কেবল ব্লু গ্রাহকরা দীর্ঘ ট্যুইট পোস্ট করতে পারবেন। কিন্তু যাদের ব্লু সাবস্ক্রিপশন নেই তারা কেবল ট্যুইট পড়তে, উত্তর দিতে, রিট্যুইট করতে ও কোট করতে পারবেন।
সম্প্রতি শোনা গিয়েছে, ট্যুইটারের ডিরেক্ট মেসেজের ক্ষেত্রে ইমোজি রিঅ্যাকশন দিয়েও মেসেজ করতে পারবেন ইউজাররা। ট্যুইটারের ডিএম বা ডিরেক্ট মেসেজ একটি গুরুত্বপূর্ণ ফিচার।
ট্যুইটারে ব্লু সাবস্ক্রাইবাররা ৬০ মিনিট পর্যন্ত দীর্ঘ ভিডিও ট্যুইটারে আপলোড করার সুযোগ পাবেন। তবে কেবলমাত্র ওয়েব ভার্সানে এই ফিচার কার্যকরী হবে।
গত বছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসের শেষদিকে ট্যুইটারের মালিকানা পেয়েছেন এলন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন চালু হয়েছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং মাধ্যমে। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -