Twitter: আরও দীর্ঘ ট্যুইট করতে পারবেন ইউজাররা, বাড়ছে ক্যারেক্টার লিমিট, বড় সিদ্ধান্ত এলন মাস্কের
Elon Musk: গত বছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসের শেষদিকে ট্যুইটারের মালিকানা পেয়েছেন এলন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন চালু হয়েছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং মাধ্যমে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
ইউজারদের সুবিধায় ইলন মাস্ক নতুন কিছু ফিচার আনতে চলেছেন ট্যুইটারে। একনজরে দেখে নেওয়া যাক ট্যুইটারে কী কী ফিচার যুক্ত হতে চলেছে।
2/10
এবার আগের থেকে আরও বড় পোস্ট করতে পারবেন ট্যুইটারে। খোদ এই বিষয়ে জানিয়েছেন, মাইক্রো ব্লগিং সাইটের সিইও এলন মাস্ক।
3/10
এবার ট্যুইটারে ২৮০ ক্যারেক্টার লিখতে পারবেন ব্যবহারকারীরা। স্বাভাবিকভাবেই যাতে সুবিধা হবে মাইক্রো ব্লগিং সাইটের ইউজারদের।
4/10
দায়িত্ব নেওয়ার পর থেকেই টুইটারের প্রতিনিয়ত নিত্য নতুন ঘোষণা করেছেন ট্যুইটারের সিইও এলন মাস্ক। টুইটারের সিইও ইলন মাস্ক সোমবার জানিয়েছেন, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম শীঘ্রই 'লংফর্ম টুইট' ১০ হাজার অক্ষরে নিয়ে যেতে চান তিনি।
5/10
সম্প্রতি এক YouTuber একটি কোডিং-সম্পর্কিত ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তিনি ট্যুইটারের নতুন আপডেটের বিষয়ে মাস্ককে প্রশ্ন করেন। সেখানেই মাস্ক জানান, শীঘ্রই ১০ হাজার অক্ষরের লংফর্ম পোস্ট করা যাবে ট্যুইটারে।
6/10
গত মাসেই কোম্পানি ঘোষণা করে, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্লু গ্রাহকরা প্ল্যাটফর্মে ৪ হাজার অক্ষর পর্যন্ত ট্যুইট পোস্ট করতে পারবে।
7/10
কেবল ব্লু গ্রাহকরা দীর্ঘ ট্যুইট পোস্ট করতে পারবেন। কিন্তু যাদের ব্লু সাবস্ক্রিপশন নেই তারা কেবল ট্যুইট পড়তে, উত্তর দিতে, রিট্যুইট করতে ও কোট করতে পারবেন।
8/10
সম্প্রতি শোনা গিয়েছে, ট্যুইটারের ডিরেক্ট মেসেজের ক্ষেত্রে ইমোজি রিঅ্যাকশন দিয়েও মেসেজ করতে পারবেন ইউজাররা। ট্যুইটারের ডিএম বা ডিরেক্ট মেসেজ একটি গুরুত্বপূর্ণ ফিচার।
9/10
ট্যুইটারে ব্লু সাবস্ক্রাইবাররা ৬০ মিনিট পর্যন্ত দীর্ঘ ভিডিও ট্যুইটারে আপলোড করার সুযোগ পাবেন। তবে কেবলমাত্র ওয়েব ভার্সানে এই ফিচার কার্যকরী হবে।
10/10
গত বছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসের শেষদিকে ট্যুইটারের মালিকানা পেয়েছেন এলন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন চালু হয়েছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং মাধ্যমে। ছবি সূত্র- পিক্সেলস।
Published at : 07 Mar 2023 12:06 AM (IST)