ট্যুইটারে বন্ধ কর্মী ছাঁটাই, হবে নিয়োগ, চালু হচ্ছে না ব্লু-টিক সাবস্ক্রিপশন, নয়া সিদ্ধান্ত ইলন মাস্কের
ট্যুইটারে আর কর্মী ছাঁটাই হবে না। বরং নতুন করে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি একথা ঘোষণা করেছেন ট্যুইটারের নতুন সিইও ইলন মাস্ক। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর পাশাপাশি জানা গিয়েছে, ট্যুইটারে এখনই চালু হচ্ছে না ব্লু টিক সাবস্ক্রিপশন। অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবা লঞ্চ পিছিয়ে দিয়েছেন ইলন মাস্ক। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছিলেন ইলন মাস্ক। তারপর থেকেই এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে একাধিক পরিবর্তন করেছেন তিনি। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
ট্যুইটার থেকে ইতিমধ্যেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। সেই সঙ্গে নিয়ম কানুনেও যুক্ত হয়েছে একাধিক পরিবর্তন। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
ইলন মাস্ক ট্যুইটার যোগ দেওয়ার এক সপ্তাহের মধ্যেই প্রথম পর্যায়ের কর্মী ছাঁটাই শুরু হয়ে গিয়েছিল। এই তালিকায় ছিলেন তিন ভারতীয় বংশোদ্ভূত উচ্চপদস্থ আধিকারিক। এছাড়াও উপরমহলের অনেককেই বরখাস্ত করেছিলেন ইলন মাস্ক। ছবি সূত্র- নিজস্ব চিত্র।
ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশন এর আগেও একবার লঞ্চ হয়েছিল। তবে আচমকাই তা বন্ধ হয়ে যায়। ছবি সূত্র- পিক্সেলস।
২৯ নভেম্বর এই ফিচার ফের লঞ্চের কথা ছিল। কিন্তু আবার তা পিছিয়ে গিয়েছে অনির্দিষ্টকালের জন্য। ছবি সূত্র-পিক্সেলস।
আগে এই ব্লু টিক পাওয়ার জন্য ইউজারদের আবেদন করতে হত। সেখানে নিজেদের সম্পর্কে তথ্যও দিতে হত। সেইসব তথ্য ভেরিফিকেশন করার পর ট্যুইটার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিত যে কোন ইউজারকে ব্লু টিক ভেরিফায়েড অ্যাকাউন্ট দেওয়া হবে। ছবি সূত্র-পিক্সেলস।
তবে নতুন পরিষেবায় যে কেউ টাকা দিয়ে এই ব্লু টিক সাবস্ক্রিপশন কিনতে পারবেন। মাসে ৮ ডলারের বিনিময়ে ব্লু টিক সাবস্ক্রিপশন কেনা যাবে। ছবি সূত্র- পিক্সেলস।
অন্যদিকে শোনা গিয়েছে, ট্যুইটারের ইঞ্জিনিয়ারিং এবং সেলস বিভাগে নতুন করে কর্মী নিয়োগ করা হবে। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -