Elon Musk Takes Twitter: ট্যুইটারের নতুন মালিক এলন মাস্ক, ক্ষমতা হাতে নিতেই চাকরি গেল সিইও পরাগের
আশঙ্কাই সত্যি হল। মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারের দখল নিয়েই সিইও পরাগ আগরওয়াল ও সংস্থা বড়কর্তাদের ছেঁটে ফেললেন এলন মাস্ক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রবারের মধ্য়েই ট্যুইটার কেনার চুক্তি সম্পন্ন করার কথা ছিল টেসলার কর্ণধারের। সংবাদ সংস্থা AFP জানাচ্ছে, নির্দিষ্ট সময়সীমার মধ্য়েই এই কাজ করেছেন এলন।
মাস্কের এই কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে , ট্যুইটার সিইও পরাগ আগরওয়াল ছাড়াও সংস্থার আইনি নীতি ও ট্রাস্টের প্রধান বিজয় গাড্ডে ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার নেদ সেগালকে সরিয়ে দেন মাস্ক।
মাস্কের এই কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে , ট্যুইটার সিইও পরাগ আগরওয়াল ছাড়াও সংস্থার আইনি নীতি ও ট্রাস্টের প্রধান বিজয় গাড্ডে ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার নেদ সেগালকে সরিয়ে দেন মাস্ক।
মাস্ক ট্যুইটার কিনলে পরাগের চাকরি যাওয়াটা ছিল কেবল সময়ের অপেক্ষা। এদিন সংবাদ সংস্থাগুলির রিপোর্ট অনুযায়ী সেই ঘটনাই ঘটেছে।
ট্যুইটার কেনার আগেই পরাগ আগরওয়ালের বিরুদ্ধে মাইক্রো ব্লগিং সাইটে সরব হয়েছিলেন এলন মাস্ক। এমনকী কোম্পানির বোর্ডের সঙ্গে একমত হলেও পরাগকে বাদ দেওয়ার বিষয়ে একরোখা ছিলেন তিনি।
প্রকাশ্যে আগরওয়ালকে ছাঁটাইয়ের কথা না বললেও এলন ইঙ্গিত ছিল সেই দিকেই।
মাস্কের অভিযোগ, সংস্থার ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে তাঁকে ও ট্যুইটারের বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছিলেন মাস্ক ও কোম্পানির বেশ কয়েকজন বড় কর্তা। এদিন ক্ষমতা হাতে নিয়েই তাই এদের ওপর পড়ল রোশের খাঁড়া।
মনে করা হচ্ছে আগামী দিনে কোম্পানির বাজটে কাটছাঁট করতে আরও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারেন মাস্ক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -