Elon Musk Takes Twitter: ট্যুইটারের নতুন মালিক এলন মাস্ক, ক্ষমতা হাতে নিতেই চাকরি গেল সিইও পরাগের

Twitter Update : আশঙ্কাই সত্যি হল। মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার হাতে নিয়েই সিইও পরাগ আগরওয়াল ও সংস্থা বড়কর্তাদের ছেঁটে ফেললেন এলন মাস্ক।

Elon Musk

1/9
আশঙ্কাই সত্যি হল। মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারের দখল নিয়েই সিইও পরাগ আগরওয়াল ও সংস্থা বড়কর্তাদের ছেঁটে ফেললেন এলন মাস্ক।
2/9
শুক্রবারের মধ্য়েই ট্যুইটার কেনার চুক্তি সম্পন্ন করার কথা ছিল টেসলার কর্ণধারের। সংবাদ সংস্থা AFP জানাচ্ছে, নির্দিষ্ট সময়সীমার মধ্য়েই এই কাজ করেছেন এলন।
3/9
মাস্কের এই কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে , ট্যুইটার সিইও পরাগ আগরওয়াল ছাড়াও সংস্থার আইনি নীতি ও ট্রাস্টের প্রধান বিজয় গাড্ডে ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার নেদ সেগালকে সরিয়ে দেন মাস্ক।
4/9
মাস্কের এই কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে , ট্যুইটার সিইও পরাগ আগরওয়াল ছাড়াও সংস্থার আইনি নীতি ও ট্রাস্টের প্রধান বিজয় গাড্ডে ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার নেদ সেগালকে সরিয়ে দেন মাস্ক।
5/9
মাস্ক ট্যুইটার কিনলে পরাগের চাকরি যাওয়াটা ছিল কেবল সময়ের অপেক্ষা। এদিন সংবাদ সংস্থাগুলির রিপোর্ট অনুযায়ী সেই ঘটনাই ঘটেছে।
6/9
ট্যুইটার কেনার আগেই পরাগ আগরওয়ালের বিরুদ্ধে মাইক্রো ব্লগিং সাইটে সরব হয়েছিলেন এলন মাস্ক। এমনকী কোম্পানির বোর্ডের সঙ্গে একমত হলেও পরাগকে বাদ দেওয়ার বিষয়ে একরোখা ছিলেন তিনি।
7/9
প্রকাশ্যে আগরওয়ালকে ছাঁটাইয়ের কথা না বললেও এলন ইঙ্গিত ছিল সেই দিকেই।
8/9
মাস্কের অভিযোগ, সংস্থার ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে তাঁকে ও ট্যুইটারের বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছিলেন মাস্ক ও কোম্পানির বেশ কয়েকজন বড় কর্তা। এদিন ক্ষমতা হাতে নিয়েই তাই এদের ওপর পড়ল রোশের খাঁড়া।
9/9
মনে করা হচ্ছে আগামী দিনে কোম্পানির বাজটে কাটছাঁট করতে আরও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারেন মাস্ক।
Sponsored Links by Taboola