Layoffs: অ্যামাজন এবং ট্যুইটারে ফের কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা
Amazon and Twitter: অ্যামাজন এবং ট্যুইটার, এই দুই বড় সংস্থাতেই ফের উঁকি দিচ্ছে বড়সড় কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা।
layoffs
1/10
ফের কর্মী ছাঁটাই হতে পারে ট্যুইটারে (Twitter)। সম্প্রতি এমনই আশঙ্কার কথা শোনা যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও কিছু কর্মীকে ট্যুইটার থেকে ছাঁটাই (Layoffs) করা হতে পারে।
2/10
শোনা যাচ্ছে, প্রোডাক্ট ডিভিশন থেকে কর্মী ছাঁটাই হতে পারে এবার। অন্যান্য বেশ কিছু বিভাগের উপরেও কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়বে বলে অনুমান।
3/10
গতবছর অক্টোবর মাসে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর একধাক্কায় কোম্পানিত ওয়ার্ক ফোর্স কমিয়ে অর্ধেক করেছেন তিনি। ছাঁটাই হয়েছেন প্রায় ৫০ শতাংশ কর্মী।
4/10
এমনকি ক্রিসমাসের আগেও কর্মী ছাঁটাই হয়েছে ট্যুইটারে। শোনা যাচ্ছে, এবার নতুন করে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে ট্যুইটার কর্তৃপক্ষ। প্রথম ধাক্কাতেই ট্যুইটারে ৭৫০০ কর্মী থেকে কমে হয়েছে ৩৫০০।
5/10
মনে করা হচ্ছে, নতুন করে কর্মী ছাঁটাই ট্যুইটারে কর্মরতদের সংখ্যা ২০০০-এর নীচে নেমে আসবে। নতুন করে ট্যুইটারে কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে, একথা প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বেগ শুরু হয়েছে ট্যুইটারের বর্তমান কর্মীদের মধ্যে।
6/10
গতবছর প্রথমে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছিল ট্যুইটারেই। অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের নতুন মালিক হয়েছিলেন ইলন মাস্ক। সিইও হওয়ার পরেই প্রথম ধাপে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছিলেন তিনি।
7/10
নতুন করে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে অ্যামাজন সংস্থা। অ্যামাজন কর্তৃপক্ষ ২০০০- এর বেশি সংখ্যক কর্মীকে নতুন করে নোটিস পাঠিয়েছে।
8/10
শোনা যাচ্ছে, এবারের কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং কোস্টা রিকাতে। রয়টার্সের রিপোর্ট সূত্রে খবর, অ্যামাজন সংস্থা নতুন করে ২৩০০ কর্মীকে 'Mass Layoff' সংক্রান্ত নোটিফিকেশন পাঠিয়েছে।
9/10
২০২২ সাল শেষ হওয়ার আগেই অ্যামাজন কর্তৃপক্ষ আভাস দিয়েছিল যে চলতি বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া বজায় থাকবে। আর ঠিক সেটাই হয়েছে।
10/10
ছাঁটাই প্রক্রিয়ায় ১৮ হাজার কর্মী চাকরি খোয়াবেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতেও প্রায় ১০০০ কর্মীর চাকরি খোয়া যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। ছবি সূত্র- পিক্সেলস।
Published at : 19 Jan 2023 01:55 PM (IST)