Emergency App: মেয়েদের ফোনে থাকা দরকার এই অ্যাপগুলি, বিপদে পড়লে কাজে আসবে

Important Apps: মেয়েদের সুরক্ষা, সুবিধা, নিরাপত্তার কথা মাথায় রেখে এমন কিছু মোবাইল অ্যাপের উল্লেখ করা যায় যেগুলি প্রতিটি মেয়ের ফোনে থাকা দরকার।

এই অ্যাপগুলি মহিলাদের ফোনে থাকা জরুরি

1/9
নারীর নিরাপত্তা এখন সমাজে সবার আগে প্রাধান্য পাওয়া দরকার। সমাজবিরোধীদের কার্যক্রম যে হারে বেড়ে চলেছে সেখানে প্রত্যেক মেয়েকেই বিপদের সময় আত্মরক্ষায় দক্ষ হতে হবে।
2/9
এখনও দেশে সেভাবে নিরাপদ নন নারীরা। কিন্তু বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে বেশ কিছু এমন অ্যাপ এসেছে যেগুলি মহিলাদের নিরাপত্তা দেয়।
3/9
প্রত্যেক মহিলার ফোনে এই অ্যাপগুলি থাকা দরকার, বিপদে পড়লে যা কাজে আসবে। এর মধ্যে প্রথমেই রয়েছে I am safe নামের একটি অ্যাপ।
4/9
এই অ্যাপ মোবাইলে থাকলে বিপদের সময় অ্যাপ থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রিয়জনদের কাছে মেসেজ চলে যায়। তাৎক্ষণিক সতর্কবার্তা চলে যায় এই অ্যাপের মাধ্যমে।
5/9
এই অ্যাপে থাকা SOS বোতাম টিপলে নির্বাচিত প্রিয়জনের কাছে লোকেশন সহ সতর্কবার্তা চলে যাবে। এরপরেই রয়েছে Himmat অ্যাপ।
6/9
এটি মূলত দিল্লি পুলিশের অ্যাপ। বিপদের সময়ে এটি সরাসরি দিল্লি পুলিশকে সতর্ক করে। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ অকুস্থলে পৌঁছে যায়।
7/9
দিল্লিবাসী এবং দিল্লিতে ঘুরতে আসা মানুষদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি অ্যাপ। তাছাড়া গুগল ম্যাপ তো আছেই যাতে সঠিক রাস্তা দেখতে পাবেন মানুষ।
8/9
এর মাধ্যমে আপনি বারবার পরিচিতদের সঙ্গে ETA শেয়ার করতে পারবেন। এতে আপনার অবস্থান ট্র্যাক রাখা সহজ হবে।
9/9
সবশেষে রয়েছে Raksha অ্যাপ। বিপদের সময় এই অ্যাপ একবার টাচ করলেই পরিচিতদের কাছে সতর্কীকরণ কল ও বার্তা যায়।
Sponsored Links by Taboola