Meta: ফেসবুকের অস্তিত্ব সঙ্কট! কেন এই আশঙ্কা মেটা সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থের?
ফেসবুক নিয়ে আশঙ্কা প্রকাশ মেটা সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থের
1/9
ভার্চুয়াল বাস্তবতা মহিলা ও সংখ্যালঘুদের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে, আশঙ্কা মেটা সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থের।
2/9
মেটা সিটিও জানিয়েছেন, ফেসবুক ব্যবহারকারীরা কী ধরনের আচরণ করবেন, সেটা তাঁদের পক্ষে ঠিক করে দেওয়া অসম্ভব।
3/9
একটি ব্লগে বসওয়ার্থ লিখেছেন, প্রযুক্তির ফলে যেমন অনেক নতুন সুযোগ পাওয়া যাচ্ছে, তেমনই ক্ষতির আশঙ্কাও থাকছে।
4/9
মেটা সিটিও আরও জানিয়েছেন, মূলধারার গ্রাহকদের পুরোপুরি কোণঠাসা করে দিলে ফেসবুকের অস্তিত্ব সঙ্কটে পড়ে যাবে।
5/9
ফেসবুক নিয়ে এর আগে বহু অভিযোগ উঠেছে। তবে স্বয়ং মেটা সিটিও এ বিষয়ে মন্তব্য করায় বিষয়টি অন্য মাত্রা পেল।
6/9
ভার্চুয়াল দুনিয়ায় হেনস্থা, ট্রোল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বসওয়ার্থ।
7/9
মেটা সিটিও জানিয়েছেন, প্রযুক্তি উন্নত করা এবং সবার জন্য সুরক্ষিত করে তোলার কাজ কোনওদিনই শেষ হওয়ার নয়। এই কাজ নিরন্তর চলতেই থাকবে।
8/9
মেটাভার্সকে সুরক্ষিত ও সবার জন্য নিরাপদ করে তোলার কাজ চালানোর জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হবে বলে জানানো হয়েছে।
9/9
এ বছর মেটাভার্স সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে ১০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করা হবে বলেও জানানো হয়েছে।
Published at : 13 Nov 2021 08:36 PM (IST)