Meta: ফেসবুকের অস্তিত্ব সঙ্কট! কেন এই আশঙ্কা মেটা সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থের?
ভার্চুয়াল বাস্তবতা মহিলা ও সংখ্যালঘুদের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে, আশঙ্কা মেটা সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেটা সিটিও জানিয়েছেন, ফেসবুক ব্যবহারকারীরা কী ধরনের আচরণ করবেন, সেটা তাঁদের পক্ষে ঠিক করে দেওয়া অসম্ভব।
একটি ব্লগে বসওয়ার্থ লিখেছেন, প্রযুক্তির ফলে যেমন অনেক নতুন সুযোগ পাওয়া যাচ্ছে, তেমনই ক্ষতির আশঙ্কাও থাকছে।
মেটা সিটিও আরও জানিয়েছেন, মূলধারার গ্রাহকদের পুরোপুরি কোণঠাসা করে দিলে ফেসবুকের অস্তিত্ব সঙ্কটে পড়ে যাবে।
ফেসবুক নিয়ে এর আগে বহু অভিযোগ উঠেছে। তবে স্বয়ং মেটা সিটিও এ বিষয়ে মন্তব্য করায় বিষয়টি অন্য মাত্রা পেল।
ভার্চুয়াল দুনিয়ায় হেনস্থা, ট্রোল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বসওয়ার্থ।
মেটা সিটিও জানিয়েছেন, প্রযুক্তি উন্নত করা এবং সবার জন্য সুরক্ষিত করে তোলার কাজ কোনওদিনই শেষ হওয়ার নয়। এই কাজ নিরন্তর চলতেই থাকবে।
মেটাভার্সকে সুরক্ষিত ও সবার জন্য নিরাপদ করে তোলার কাজ চালানোর জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হবে বলে জানানো হয়েছে।
এ বছর মেটাভার্স সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে ১০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করা হবে বলেও জানানো হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -