Smartphones: শুরু হয়ে গিয়েছে ফ্লিপকার্টের বিগ সেভিং ডে'জ সেল, কতদিন পর্যন্ত চলবে? কী কী অফার রয়েছে?
জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে বিগ সেভিং ডে'জ (Flipkart Big Days Sale) সেল শুরু হয়ে গিয়েছে ১০ জুন থেকে। আগামী ১৪ জুন পর্যন্ত চলবে এই ইভেন্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকগুচ্ছ জনপ্রিয় ফোনে থাকছে দুর্দান্ত অফার। আইফোন ১৩, স্যামসাং গ্যালাক্সি এফ২৩, পোকো এক্স৫ এবং আরও অনেক মডেলে থাকছে আকর্ষণীয় ছাড়।
একনজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের বিগ সেভিং ডে'জ সেলে কোন কোন ফোনে কী কী অফার রয়েছে। ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি রয়েছে ব্যাঙ্কের কার্ডে ছাড় এবং এক্সচেঞ্জ অফার।
পোকো এক্স৫ ৫জি- এই ফোনের দাম ফ্লিপকার্টে ধার্য হয়েছে ১৫,৯৯৯ টাকা। তবে কেনা যাবে ১৪,৯৯৯ টাকায়। ভারতে এই ফোন লঞ্চ হয়েছিল ১৮,৯৯৯ টাকায়। অর্থাৎ মোট ৪০০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা।
আইফোন ১৩- ফ্লিপকার্টে আইফোন ১৩- র ১২৮ জিবি স্টোরেজ মডেল পাওয়া যাচ্ছে ৫৮,৭৪৯ টাকায়। অ্যাপেলের অনলাইন স্টোরে এই ফোনের দাম ৬৯,৯০০ টাকা। অর্থাৎ ক্রেতারা ফ্লিপকার্ট থেকে এই ফোন কিনলে ফ্ল্যাট ১১,১৫১ টাকা ছাড় পাবেন। কোনও শর্তাবলী প্রযোজ্য নেই এই ছাড়ের ক্ষেত্রে।
যেসব ক্রেতার কাছে এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড রয়েছে তাঁরা এই ৫জি আইফোন ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন ৫৭,৯৯৯ টাকায়। এই কার্ডের ক্ষেত্রে ফ্লিপকার্ট কর্তৃপক্ষ প্রায় ১০ শতাংশ, এক্ষেত্রে ৭৫০ টাকা ছাড় দিচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি- এবছর মার্চ মাসে এই ফোন লঞ্চ হয়েছিল ১৭,৪৯৯ টাকায়। কিন্তু ফ্লিপকার্টের সেলে এই ফোন পাওয়া যাচ্ছে ১৩,৪৯৯ টাকায়। অন্যদিকে ফ্লিপকার্টের এই সেলে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ফোন কেনা যাচ্ছে ১৪,৩২৭ টাকায়।
মোটো জি৬২- ফ্লিপকার্টের বিগ সেভিং ডে'জ সেলে এই ফোন কেনা যাবে ১৪,৪৯৯ টাকায়। যদিও এখন দাম ধার্য হয়েছে ১৫,৪৯৯ টাকা। এই ৫জি ফোন ছাড়াও দামে ছাড় পাওয়া যাবে নাথিং ফোন (১), পিক্সেল ৬এ। আইফোন ১৪, মোটোরোলা এজ ৪০ এবং আরও কয়েকটি প্রিমিয়াম রেঞ্জের ফোনে।
ভিভো ওয়াই৩৬ ৪জি (Vivo Y36 4G) ফোন ভারতে লঞ্চ হতে পারে জুন মাসে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ভারতে এই ফোন কালো এবং সোনালি রঙে লঞ্চ হতে পারে।
এই মডেলের দাম ১৮ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে হতে চলেছে বলে শোনা গিয়েছে। তবে ভারতে ভিভো ওয়াই৩৬ ৪জি ফোন কোন কোন র্যাম বা স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে তা জানা যায়নি এখনও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -