Android Phone: জারি হয়েছে সতর্কতা, অ্যান্ড্রয়েড ফোনে হতে পারে সাইবার আক্রমণ, বাঁচতে হলে কী করণীয়?
Android Phone Hack: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ভারত সরকারের সাইবার নিরাপত্তা এজেন্সি CERT-র তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
Continues below advertisement
অ্যান্ড্রয়েডের কোন কোন ভার্সনে এই ঝুঁকি রয়েছে?
Continues below advertisement
1/8
ভারত সরকারের সাইবার নিরাপত্তা এজেন্সি CERT-র তরফে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। অ্যান্ড্রয়েডের নবতম ভার্সনে রয়েছে একাধিক বিরাট ত্রুটি।
2/8
এই ত্রুটিগুলিকে বিরাট ঝুঁকিসম্পন্ন বিভাগেই রাখা হয়েছে। অর্থাৎ এগুলি যদি দ্রুত ঠিক না করা হয়, তাহলে হ্যাকাররা কিন্তু সহজেই ফোনের অ্যাক্সেস নিয়ে নিতে পারে এবং তার জেরে ব্যবহারকারীদের সমস্ত তথ্যও তাদের হাতে চলে আসতে পারে।
3/8
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই সমস্যাগুলি অ্যান্ড্রয়েডের ১৩, ১৪, ১৫ ও ১৬ সংস্করণকে প্রভাবিত করছে। ত্রুটিগুলি কেবল একটি অংশে নয়, বরং অপারেটিং সিস্টেমের অনেক স্তরে বিদ্যমান। এর মধ্যে ফ্রেমওয়ার্ক, রানটাইম, সিস্টেম, ওয়াইডভাইন ডিআরএম, প্রজেক্ট মেইনলাইন, কার্নেল, কোয়ালকম, মিডিয়াটেক সহ আরও অনেক উপাদান অন্তর্ভুক্ত রয়েছে।
4/8
এত বিপুল সংখ্যক দুর্বলতা খুঁজে পাওয়ার অর্থ হল বিপদ আগের চেয়ে অনেক বেশি গুরুতর হয়ে উঠেছে।
5/8
CERT-র দাবি অনুযায়ী হ্যাকাররা এই দুর্বলতার সুযোগ নিয়ে ব্যক্তিগত তথ্য চুরি করা থেকে ডিভাইস ক্র্যাশ সবই করাতে পারে। অর্থাৎ আপনার ফোনের সুরক্ষা সম্পূর্ণভাবে বিঘ্নিত হতে পারে।
Continues below advertisement
6/8
গুগল এই সমস্যাগুলো দূর করতে দ্রুত নিরাপত্তা প্যাচ প্রকাশ করেছে, তবে প্রতিটি স্মার্টফোন কোম্পানিকে তাদের নিজস্ব সফটওয়্যার স্কিন, যেমন স্যামসংয়ের One UI, Xiaomi-র HyperOS এবং OnePlus-র OxygenOS এর মাধ্যমে এই আপডেটটি রোলআউট করতে হবে। এক্ষেত্রে ব্যবহারকারীদের কাছে সময় মতো আপডেট পৌঁছে দেওয়ার দায়িত্ব ব্র্যান্ডগুলোর।
7/8
ব্যবহারকারীদের জন্য এক্ষেত্রে ফোনে নতুন নিরাপত্তা আপডেট আসার সঙ্গে সঙ্গেই তা ইনস্টল করা বাঞ্চনীয়। এমনটা করলে আপনাদের ফোন সুরক্ষিত থাকবে এবং সাইবার অপরাধীদের আক্রমণ প্রতিহতও করা যাবে।
8/8
সরকারের এই সতর্কতার সোজা অর্থ হল যদি আপডেটের প্রতি মনোযোগ না দেওয়া হয় তবে আপনার স্মার্টফোন এবং তাতে থাকা ব্যক্তিগত ডেটা হ্যাকারদের নিশানায় আসতে পারে।
Published at : 12 Sep 2025 10:39 PM (IST)