Phone Password: পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? কোথাও যাওয়ার দরকার নেই, ঘরে বসেই কয়েক মিনিটে আনলক করুন ফোন

Smartphone Tips: ফোন এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ছবি, ভিডিও, চ্যাট, ব্যাংক ও জরুরি নথি সবই এতে সুরক্ষিত থাকে।

Continues below advertisement

সহজেই ফোনের পাসওয়ার্ড ভুলে গেলেও, তা রিসেট করুন

Continues below advertisement
1/8
যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তবে গুগল আপনাকে সাহায্য করতে পারে। অনেক সময়, ক্রমাগত ভুল পাসওয়ার্ড প্রবেশ করালে ফোন আপনাকে ‘পাসওয়ার্ড ভুলে গেছেন’ বা ‘প্যাটার্ন ভুলে গেছেন’ বিকল্পটি দেখায়।
2/8
এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ফোনটি রিসেট করতে পারেন। কেবল সেই Gmail আইডি দিয়ে লগইন করুন যা আপনার ফোনে আগে থেকেই যুক্ত ছিল।
3/8
লগইন করার পরে ফোনটি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে এবং তারপর আপনি এটিকে নতুন ডিভাইসের মতো সেটআপ করতে পারবেন। মনে রাখবেন, এই প্রক্রিয়ায় আপনার পুরনো ডেটা মুছে যেতে পারে, তাই ব্যাকআপ নেওয়া জরুরি।
4/8
যদি ফোনে Find My Device বৈশিষ্ট্য চালু থাকে, তাহলে আপনি অন্য কোনো স্মার্টফোন বা ল্যাপটপ থেকে আপনার ফোন আনলক বা সম্পূর্ণভাবে রিসেট করতে পারেন।
5/8
কেবল ওয়েবসাইটে যান, আপনার অ্যাকাউন্ট লগইন করুন এবং Erase Device বিকল্পটি বেছে নিন। এর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট যাবে এবং ফোন নতুন করে চালু হবে।
Continues below advertisement
6/8
যদি আইফোন এর সমস্যা হয় এবং আপনি পাসকোড ভুলে গিয়েছেন তবে ঘাবড়াবেন না। Apple এর Find My iPhone বৈশিষ্ট্য আপনাকে সাহায্য করবে। অন্য কোনো ডিভাইসে iCloud.com খুলুন এবং আপনার Apple ID দিয়ে সাইন ইন করুন। এখানে ‘All Devices’ এ আপনার আইফোন নির্বাচন করুন এবং Erase iPhone এ ক্লিক করুন। এর মাধ্যমে আপনার ফোন আনলক হয়ে যাবে এবং আপনি নতুন পাসকোড দিয়ে সেট করতে পারবেন।
7/8
কিছু লোক কম্পিউটারের মাধ্যমে আনলক টুল ব্যবহার করে। অনেক ফোন ব্র্যান্ড তাদের অফিসিয়াল পিসি সফটওয়্যার অ্যাপ সরবরাহ করে যার মাধ্যমে আপনি ফোন রিসেট করতে পারেন। এই পদ্ধতিটি সামান্য টেকনিক্যাল, তবে তার জন্য সার্ভিস সেন্টারে যাওয়ার প্রয়োজন হয় না।
8/8
ভবিষ্যতে এমন সমস্যা যেন আর না হয়, তার জন্য জরুরি হল পাসওয়ার্ড লিখে কোথাও সুরক্ষিত রাখা অথবা Google Password Manager ব্যবহার করা। এছাড়াও, OTP ভিত্তিক ব্যাকআপ আনলক, ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলকের মতো বিকল্পগুলি অবশ্যই সেট করুন।
Sponsored Links by Taboola