Tata punch Car review: নজরকাড়া ডিজাইন ও ফিচার্স, সাড়া ফেলেছে টাটা পাঞ্চ
বাজারে আসতে চলেছে টাটা মোটর্সের নতুন গাড়ি টাটা পাঞ্চ। ২১ হাজার টাকা দিয়ে অ্যাডভান্স বুকিং করা যাবে। বাজারে আসার আগেই এই নতুন গাড়ি নিয়ে আগ্রহ তুঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউৎসবের মরসুমে টাটার এই নতুন এসইউভি-র ডিজাইন ও ফিচার্স নজর কেড়ে নিচ্ছে।
টাটার এই নতুন গাড়ির অন্দরসজ্জা অলট্রোজের মতো। তবে পাঞ্চের ডিজাইনে কিছুটা বদল আনা হয়েছে।
টাটার পক্ষ থেকে জানানো হয়েছে, পাঞ্চের ব্যাটসিটে অনায়াসে তিনজন বসতে পারবেন। এই গাড়ির সব সিটই আরামদায়ক।
টাটা পাঞ্চে আরও অনেক ফিচার্স আছে। গ্রাহকরা যাতে সুবিধা পেতে পারেন এবং আরামদায়ক সফর করতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে টাটা মোটর্স।
টাটা পাঞ্চে ডায়নামো টেকনলজির ইঞ্জিন আছে। ফলে এই গাড়ির ইঞ্জিনে কোনওরকম চাপ পড়বে না। পাহড়ি রাস্তাতেও এই গাড়ি ভালভাবে চালানো যাবে, এমনই দাবি সংস্থার।
টাটা পাঞ্চের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অন্য সব গাড়ির চেয়ে আলাদা। ফলে এই গাড়িতে ভ্রমণ আরামদায়ক হবে।
টাটা মোটর্সের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পাঞ্চের সাত রকমের রং থাকবে। প্রতিটি রংই অত্যন্ত আকর্ষণীয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -