Unknown WhatsApp Call: হোয়াটসঅ্যাপে বারবার অজানা-অচেনা আন্তর্জাতিক নম্বর থেকে ফোন আসছে? সতর্ক থাকতে কী কী করবেন?
আপনার ফোনে কি মাঝে মাঝেই অজানা, অচেনা নম্বর থেকে ফোন আসছে? তাহলে সতর্ক থাকুন। এইসব অজানা, অচেনা নম্বর থেকে ফোন সাধারণ ফোনকল হিসেবেও আসতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএছাড়াও ফোন আসতে পারে হোয়াটসঅ্যাপে। ভিডিও বা অডিও কল হিসেবে। এমনকি আসতে পারে মেসেজও। তাই অজানা, অচেনা নম্বর ফোনে দেখলেই সাবধান হোন।
কয়েক মাস আগে ট্যুইটারে ইউজাররা অভিযোগ জানিয়েছিলেন যে +84, +62, +60 - এই জাতীয় আন্তর্জাতিক নম্বর থেকে ফোন আসছে তাদের কাছে। একবার, দু'বার নয় বারবার।
একদিন ফোন আসার পর হয়তো দু'দিন বন্ধ থাকছে, তারপর আবার ফোন আসতে শুরু করছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই জাতীয় নম্বর থেকে ফোন আসার মাত্রা বেড়ে গিয়েছিল।
ISD কোড অনুসারে জানা গিয়েছিল এইসব ফোন আসছে মালয়েশিয়া, কেনিয়া, ভিয়েতনাম এবং ইথিওপিয়া থেকে। বিশেষ করে যাঁরা নতুন সিম কিনেছেন তাঁদের ক্ষেত্রে এই জাতীয় ফোন আসার প্রবণতা বেশি।
এখনও পর্যন্ত এই জাতীয় ফোন কেন আসছে তার কার স্পষ্ট নয়। তবে সাইবার বিশেষজ্ঞদের একাংশের মতে ইউজারদের ব্যক্তিগত তথ্য ফোনের মাধ্যমে হাতিয়ে নেওয়া এবং তাঁদের আর্থিক প্রতারণার শিকার বানানোর জন্যই এইসব ফোন করা হচ্ছে।
ফোনে বা হোয়াটসঅ্যাপে এই জাতীয় অজানা, অচেনা নম্বর থেকে বারবার ফোন এলে সতর্ক থাকতে কী কী করবেন? চলুন জেনে নেওয়া যাক।
এই জাতীয় আন্তর্জাতিক নম্বর থেকে আসা ফোন বা মেসেজের জবাব না দেওয়াই মঙ্গলের।সবার আগে এইসব নম্বর ব্লক করতে হবে মোবাইল ফোন থেকে।
একান্তই এই জাতীয় ফোনের মাধ্যমে সমস্যা পড়লে অবিলম্বে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে যত কম সময় ব্যয় করবেন ততটাই আপনার জন্য ভাল।
ফোনের সেটিংস বা হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে এই জাতীয় আন্তর্জাতিক নম্বর ব্লক করে দেওয়ার সুযোগ থাকছে। তাই আগে এইসব নম্বর ব্লক করা দরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -