Google Meet: গুগল মিটের মিটিং এবার দেখা যাবে ইউটিউবেও, জানুন বিস্তারিত

Google Meet Meetings: ইউটউবে লাইভস্ট্রিম করা যাবে গুগল মিটের মিটিং।

প্রতীকী ছবি

1/10
বিশ্বে করোনার প্রকোপ শুরু হওয়ার সময় থেকেই আমজনতা গুগল মিটের সঙ্গে পরিচিত হয়েছেন।
2/10
করোনার দাপট কমলেও অফিসের মিটিং, স্কুল বা কোচিংয়ের ক্লাস, বন্ধুদের আড্ডার অন্যতম মাধ্যম এখন গুগল মিট।
3/10
ভার্চুয়াল এই মাধ্য মূলত বিভিন্ন মিটিংয়ের জন্য বেশি জনপ্রিয়। আর তাই গুগল মিট ইউজারদের জন্য এবার দারুণ একটা সুযোগ নিয়ে এসেছে সংস্থা।
4/10
টেক জায়ান্ট গুগল জানিয়েছে তাদের মিট অ্যাপে নতুন একটি ফিচার যুক্ত হচ্ছে যার সাহায্যে গুগল মিটের ভার্চুয়াল মিটিংয় ইউটিউবে লাইভস্ট্রিম করা যাবে।
5/10
অর্থাৎ একসঙ্গে অনেকে মিলে গুগল মিটের মাধ্যমে যখন ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হবেন, তখন সেই মিটিং সরাসরি ভাবে ইউটিউবে স্ট্রিম করা বা দেখানো যাবে।
6/10
গুগল মিটের ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত ইউজাররা যখন তাঁদের বাইরেও অন্যান্যদের মধ্যে বা বলা ভাল একই সময়ে অনেকের সঙ্গে ওই মিটিংয়ের তথ্য শেয়ার করতে চান তখনই এই মিটিং লাইভস্ট্রিম করার প্রসঙ্গ আসতে পারে।
7/10
এক্ষেত্রে বাইরের দর্শকরা ইউটিউবে এই গুগল মিটের মিটিং যেটা ইউটিউবে স্ট্রিমিং করা হবে সেই ভিডিও পজ, রিপ্লে করার এবং পরে দেখার সুবিধাও পাবেন।
8/10
তবে ইউটিউবে গুগল মিট- এর লাইভ স্ট্রিম করার ক্ষেত্রে একটি চ্যানেল অ্যাপ্রুভালের বিষয় থাকবে।
9/10
গুগল তার ইউজারদের সতর্ক করে জানিয়েছে যে, লাইভস্ট্রিম করার আগে চ্যানেলগুলিকে অ্যাপ্রুভাল নিতে হবে।
10/10
গুগল জানিয়েছে তাদের মিট অ্যাপে মিটিং চলাকালীন যখন হোস্ট ম্যানেজমেন্ট চালু থাকবে তখন শুধুমাত্র হোস্ট এবং সহ-হোস্টরা মিটিংয়ের লাইভ-স্ট্রিমিং শুরু করতে পারবেন।
Sponsored Links by Taboola