Malicious App: চিনে তথ্য পাঠাচ্ছে গুগল প্লে স্টোরের অ্যাপ? আপনার ফোনে নেই তো?
গুগল প্লে স্টোরে (Google Play Store) খুঁজে পাওয়া গিয়েছে দু'টি malicious অর্থাৎ আপত্তিকর, সন্দেহজনক ফাইল ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন (File Management Applications)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিকিউরিটি রিসার্চাররা বলছেন, ১.৫ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে এই দুই অ্যাপ। অভিযোগ চিনে ইউজারদের ব্যক্তিগত তথ্য পাচার হচ্ছে এই দুই অ্যাপের মাধ্যমে।
চিনের একাধিক সন্দেহজনক এবং আপত্তিকর সার্ভারে ইউজারদের তথ্য পাঠাচ্ছে গুগল প্লে স্টোরের এই দুই অ্যাপ, এমনই গুরুতর অভিযোগ উঠেছে। সাইবার সিকিউরিটি কোম্পানি Pradeo- এর তরফে জানানো হয়েছে তাদের সিকিউরিটি রিসার্চ ইঞ্জিন গুগল প্লে স্টোরে লুকিয়ে থাকা দু'টি spyware খুঁজে পেয়েছে।
দেড় মিলিয়নের বেশি ইউজারের ক্ষতি করছে এই দুই অ্যাপ। একই ডেভেলপার এই দুই অ্যাপ্লিকেশন তৈরি করেছে। গুগল প্লে স্টোরে জায়গা করে নিয়েছে ফাইল ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন হিসেবে। আর এই দুই অ্যাপেই একই ধরনের সন্দেহজনক ফিচার লক্ষ্য করা গিয়েছে।
File Recovery and data recovery এবং File Manager- এই দুই ফাইল ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে। Wang Tom নামের একজন ডেভেলপারই এই দুই অ্যাপ পাবলিশ করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই দুই অ্যাপ যদি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করা থাকে তাহলে অবিলম্বে তা ডিলিট করা প্রয়োজন। নাম দেখেই বোঝা যাচ্ছে ইউজারদের ডেটা ঠিকমতো গুছিয়ে সঞ্চয় রাখা এবং ফোন বা ট্যাব থেকে ডিলিট হওয়া ফাইল ও ডেটা পুনরুদ্ধারে সাহায্য করবে এই দুই অ্যাপ।
আর এই কাজের ফাঁকেই ইউজারদের ব্যক্তিগত তথ্য চিনের বিভিন্ন সার্ভারে পাঠাচ্ছিল এই দুই অ্যাপ, অভিযোগ এমনটাই। প্রচুর পরিমাণ তথ্য একাধিক জায়গায় পাঠানো হয়েছে বলে খবর।
শোনা যাচ্ছে, File Recovery and data recovery এই অ্যাপ ইন্সটল হয়েছে এক মিলিয়নের বেশি। এর পাশাপাশি File Manager অ্যাপ ইন্সটল হয়েছে ৫ লক্ষেরও বেশি।
গুগল প্লে স্টোরের এই দুই অ্যাপের মাধ্যমে ইউজারদের যেসমস্ত ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ইউজারদের কনট্যাক্ট লিস্ট, ইমেল, সোশ্যাল নেটওয়ার্ক, মিডিয়া ফাইলস (ছবি, অডিও, ভিডিও), ইউজারের রিয়েল টাইম লোকেশন, মোবাইল কান্ট্রি কোড, নেটওয়ার্ক প্রোভাইডারের নাম এবং আরও অনেক কিছু।
অতএব যদি আপনি কাজের সুবিধার জন্য এই দুই অ্যাপেল গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করে থাকেন তাহলে অবিলম্বে তা ডিলিট করা প্রয়োজন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -