Call Recording Apps: অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য কড়া বিধি, কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করছে গুগল
গ্রাহকদের নিরাপত্তা এবং গোপনীয়তার রক্ষায় এ বার নীতিতে বদল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের। প্লেস্টোরের নীতি নিয়মে আমূল পরিবর্তন আনল তারা। তার আওতায় সমস্ত থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপ সরিয়ে দেওয়া হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকী ভাবে গুগল এই পরিকল্পনা বাস্তবায়িত করবে, তা নিয়ে এখনও পর্যন্ত সঠিক ধারণা মেলেনি। গুগল নিজে সমস্ত অ্যাপ সরাবে, নাকি গ্রাহকদেরই তা করতে বাধ্য করা হবে, এখনও অস্পষ্ট।
তবে ১১ মে থেকেই এই নয়া নীতি কার্যকর হচ্ছে বলে জানা যাচ্ছে। ফোনের কথোপকথন রেকর্ড করার ক্ষেত্রে সমস্ত থার্ড পার্টি অ্য়াপ নিষিদ্ধ করবে গুগল। যে সমস্ত অ্যাপ গুগলের তৈরি নয়, তাদেরই থার্ড পার্টি অ্যাপ বলা হয়।
থার্ড পার্টি কল রেকর্ডিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস সফ্টওয়্যার (API) লাগে, যা দুই অ্যাপকে সংযুক্ত করে। প্লেস্টোরের নতুন নীতি অনুযায়ী, এখন থেকে কল রেকর্ডিংয়ের ক্ষেত্রে এই API-ই ব্যবহারযোগ্য নয়।
তবে থার্ড পার্টি অ্যাপ নিষিদ্ধ করলেও, সব কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করছে না গুগল। তাদের নিজেদের তৈরি অ্যাপগুলি সব আগের মতোই প্লেস্টোরে পাওয়া যাবে।
তবে Truecaller-এর মতো অ্যাপ, যা কিনা অ্যান্ড্রয়েড গ্রাহকদের অধিকাংশই ব্যবহার করে থাকেন, তা প্লেস্টোর থেকে পুরোপুরি না সরালেও, তাতে কল রেকর্ডিংয়ের অপশনটি বন্ধ থাকবে বিশ্বের সর্বত্রই।
বেশ কিছু দিন ধরেই ধাপে ধাপে API হটানোর কাজ শুরু করেছে গুগল। গ্রাহকদের নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষার অধিকারকে অগ্রাধিকার দিতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এ ছাড়াও, এক এক দেশে কল রেকর্ড করার আলাদা আলাদা নিয়ম। তাই সার্বিক ভাবেই এই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
বেশ কিছু দিন ধরেই ধাপে ধাপে API হটানোর কাজ শুরু করেছে গুগল। তবে থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপগুলি সরালেও Google Pixel, Xiaomi-সংশ্লিষ্ট ব্র্যান্ডের ফোনের নিজেদের তৈরি অ্যাপে কোনও কাটছাঁট করা হবে না।
কথা মতো ১১ মে অর্থাৎ বুধবার থেকেই এই নিয়ম কার্যকর হওয়ার কথা। তাই বুধবার থেকেই এই পরিষেবা না পেতে পারেন গ্রাহকরা। শুরু থেকেই কল রেকর্ডিং অ্যাপ যে সমস্ত ফোন রয়েছে, তাদের ক্ষেত্রে পরিষেবা অব্যাহত থাকবে।
ঢের আগেই কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছিল গুগল। তারা জানায়, এই ধরনের অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে অনুমোদন নিতে হয়। তা করতে গিয়ে গ্রাহকদের ফায়দা তোলেন ডেভলপার্সরা। তা রুখতেই এমন পদক্ষেপ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -