Prithviraj: 'দ্য কপিল শর্মা শো'-এ ছবির প্রচারে 'পৃথ্বীরাজ' জুটি, সেটে ক্যামেরাবন্দি অক্ষয়-মানুষী
মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার ও মানুষী চিল্লার অভিনীত পিরিয়ড ড্রামা 'পৃথ্বীরাজ'। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৩ জুন ছবির মুক্তির আগে জোর কদমে চলছে প্রচার পর্ব। মঙ্গলবার ছবির প্রধান দুই তারকা হলেন ক্যামেরাবন্দি।
মঙ্গলবার অক্ষয় ও মানুষীকে দেখা গেল 'দ্য কপিল শর্মা শো'-এর সেটে। অনুষ্ঠানে প্রচারে আসেন দুই তারকা।
পাপারাৎজিদের জন্য পোজ দেন অক্ষয় কুমার ও মানুষী চিল্লার।
দুজনকেই বেশ নজরকাড়া দেখাচ্ছিল তাঁদের। সাদা ফ্রিল পোশাকে ও হলুদ শেরওয়ানিতে দেখা গেল দুজনকে।
সোমবার, মুম্বইয়ে বিশাল অনুষ্ঠানের মাধ্যমে ট্রেলার মুক্তি পায়। চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালনা করেছেন এই ছবির। যশ রাজ ফিল্মসের ব্যানারে আসছে এই 'গ্র্যান্ড পিরিয়ড ড্রামা'।
নির্ভীক এবং পরাক্রমশালী রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন কাহিনির উপর ভিত্তি করে, ছবিটি তৈরি হয়েছে। নাম ভূমিকায় অক্ষয় কুমার।
মানুষী চিল্লার বড়পর্দায় ডেবিউ করছেন এই ছবির হাত ধরে। তাঁকে পৃথ্বীরাজের প্রেমিকা রাজকুমারী সংযুক্তার চরিত্রে দেখা যাবে।
এই ছবিতে মূলত কীভাবে কিংবদন্তি যোদ্ধা নির্দয় আক্রমণকারী মহম্মদ ঘোরীর বিরুদ্ধে বীরের মতো লড়াই করেছিলেন তা দেখানো হবে।
নিজের দেশ, নিজের মাটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। ট্রেলার সেই গল্পের ছোঁয়া স্পষ্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -